যবিপ্রবির সাবেক ভিসি পুত্রের রহস্যজনক মৃত্যু
হাতিরঝিলে ছাত্রের লাশ
যশোর ব্যুরো
২৬ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভিসি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাত্তারের বড় ছেলে ওয়াসেক সাত্তার আবিরের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার হাতিরঝিলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ছোট ভাই ওয়াসিফ সাত্তার নিবিড় জানান, ২৩ নভেম্বর রাতে যশোর থেকে মায়ের সঙ্গে ঢাকায় যান ওয়াসেক সাত্তার আবির। মঙ্গলবার বিকালে একটি ফোন পেয়ে তিনি হাতিরঝিলের দিকে যান। রাতে হাতিরঝিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। কীভাবে সে হাতিরঝিলে পড়ে গেল, তা পরিষ্কার নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক আসাদ বিন আবদুল কাদির সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যার পর হাতিরঝিলের একটি ব্রিজ থেকে আবির পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
উপ-পরিদর্শক আসাদ বিন আবদুল কাদির জানান, যে স্থান থেকে সে ঝিলের পানিতে পড়েছে, সেই স্থানটি একটু অন্ধকার। ফলে কীভাবে সে পানিতে পড়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।
ওয়াসেক সাত্তার আবিরের ছোট ভাই ওয়াসিফ সাত্তার নিবিড় জানান, ওয়াসেক সাত্তার আবির মালয়েশিয়ার পুত্রামালায় ইউনিভার্সিটিতে (ইউপিএম) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করত। করোনার কারণে সে দেশে অবস্থান করছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হাতিরঝিলে ছাত্রের লাশ
যবিপ্রবির সাবেক ভিসি পুত্রের রহস্যজনক মৃত্যু
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভিসি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাত্তারের বড় ছেলে ওয়াসেক সাত্তার আবিরের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার হাতিরঝিলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ছোট ভাই ওয়াসিফ সাত্তার নিবিড় জানান, ২৩ নভেম্বর রাতে যশোর থেকে মায়ের সঙ্গে ঢাকায় যান ওয়াসেক সাত্তার আবির। মঙ্গলবার বিকালে একটি ফোন পেয়ে তিনি হাতিরঝিলের দিকে যান। রাতে হাতিরঝিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। কীভাবে সে হাতিরঝিলে পড়ে গেল, তা পরিষ্কার নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক আসাদ বিন আবদুল কাদির সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যার পর হাতিরঝিলের একটি ব্রিজ থেকে আবির পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
উপ-পরিদর্শক আসাদ বিন আবদুল কাদির জানান, যে স্থান থেকে সে ঝিলের পানিতে পড়েছে, সেই স্থানটি একটু অন্ধকার। ফলে কীভাবে সে পানিতে পড়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।
ওয়াসেক সাত্তার আবিরের ছোট ভাই ওয়াসিফ সাত্তার নিবিড় জানান, ওয়াসেক সাত্তার আবির মালয়েশিয়ার পুত্রামালায় ইউনিভার্সিটিতে (ইউপিএম) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করত। করোনার কারণে সে দেশে অবস্থান করছিল।