অপরাধীকে মাদক বিরোধী প্রচারণা চালাতে হবে
মাগুরায় মাদক মামলার রায়
মাগুরা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাগুরায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধ প্রমাণিত হলেও আদালত কিশোর বিথুন মোল্যাকে কারাগারে না পাঠিয়ে শহরে বাজারে মাদকবিরোধী প্রচারণা চালানোর রায় দিয়েছেন। এর সঙ্গে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে থেকে তাকে আরও ছয়টি শর্ত পূরণ করতে হবে। অন্যথায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার মাদক মামলায় অভিনব এ রায়টি দিয়েছেন মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জিয়াউর রহমান।
আদালত সূত্র জানায়, মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের টোকন মোল্যার ছেলে বিথুন ১৯ বছর বয়সে ইয়াবা ব্যবসায়ের সঙ্গে জড়িয়ে পড়ে। ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর সদর থানা পুলিশ বাড়ির পাশ থেকে তাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পাঁচ বছর পর বৃহস্পতিবার ওই মামলাটির রায় দেয়া হয়। মামলার সরকার পক্ষের আইনজীবী অজেদা সিদ্দিকী জানান, বিথুন অসচ্ছল পরিবারের একটি ছেলে। তার বাবা শারীরিক প্রতিবন্ধী। অটোরিকশা চালিয়ে সে বাবা-মাসহ পরিবারের অন্যদের খরচ মেটানোর দায়িত্ব পালন করে। কিন্তু ঘটনাক্রমে সে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলেও বিচারক সবদিক বিবেচনা করে সংশ্লিষ্ট ধারায় অপরাধের শাস্তির পরিবর্তে প্রবেশনের আওতায় এক বছরের জন্য রায় দিয়েছেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার আসামিপক্ষের আইনজীবী হাসান সিরাজ সুজা।
প্রচলিত ধারায় তাকে কারাদণ্ড দেয়া হলে এ কিশোরের ভবিষ্যৎ জীবন নষ্ট হয়ে যেতে পারত।
সেক্ষেত্রে প্রবেশনের আওতায় আদালতের এ রায়ের কারণে সে নিজেকে সংশোধনের সুযোগ পাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাগুরায় মাদক মামলার রায়
অপরাধীকে মাদক বিরোধী প্রচারণা চালাতে হবে
মাগুরায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধ প্রমাণিত হলেও আদালত কিশোর বিথুন মোল্যাকে কারাগারে না পাঠিয়ে শহরে বাজারে মাদকবিরোধী প্রচারণা চালানোর রায় দিয়েছেন। এর সঙ্গে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে থেকে তাকে আরও ছয়টি শর্ত পূরণ করতে হবে। অন্যথায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার মাদক মামলায় অভিনব এ রায়টি দিয়েছেন মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জিয়াউর রহমান।
আদালত সূত্র জানায়, মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের টোকন মোল্যার ছেলে বিথুন ১৯ বছর বয়সে ইয়াবা ব্যবসায়ের সঙ্গে জড়িয়ে পড়ে। ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর সদর থানা পুলিশ বাড়ির পাশ থেকে তাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পাঁচ বছর পর বৃহস্পতিবার ওই মামলাটির রায় দেয়া হয়। মামলার সরকার পক্ষের আইনজীবী অজেদা সিদ্দিকী জানান, বিথুন অসচ্ছল পরিবারের একটি ছেলে। তার বাবা শারীরিক প্রতিবন্ধী। অটোরিকশা চালিয়ে সে বাবা-মাসহ পরিবারের অন্যদের খরচ মেটানোর দায়িত্ব পালন করে। কিন্তু ঘটনাক্রমে সে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলেও বিচারক সবদিক বিবেচনা করে সংশ্লিষ্ট ধারায় অপরাধের শাস্তির পরিবর্তে প্রবেশনের আওতায় এক বছরের জন্য রায় দিয়েছেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার আসামিপক্ষের আইনজীবী হাসান সিরাজ সুজা।
প্রচলিত ধারায় তাকে কারাদণ্ড দেয়া হলে এ কিশোরের ভবিষ্যৎ জীবন নষ্ট হয়ে যেতে পারত।
সেক্ষেত্রে প্রবেশনের আওতায় আদালতের এ রায়ের কারণে সে নিজেকে সংশোধনের সুযোগ পাবে।