চট্টগ্রামে ১৩ মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
২৭ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে মাহমুদুল হাসান (৪০) নামে ১৩ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর বারেলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান যুগান্তরকে জানান, তার বিরুদ্ধে ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে। আরও মামলা থাকতে পারে। এরমধ্যে ৯টি মামলায় সাজা পরোয়ানাসহ সবক’টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রামে ১৩ মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার
চট্টগ্রামে মাহমুদুল হাসান (৪০) নামে ১৩ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর বারেলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান যুগান্তরকে জানান, তার বিরুদ্ধে ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে। আরও মামলা থাকতে পারে। এরমধ্যে ৯টি মামলায় সাজা পরোয়ানাসহ সবক’টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।