সাভারে নবজাতকের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাকার সাভারে এক নবজাতকের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লার একটি তিন তলা ভবনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকার সাইজুদ্দিন মিয়ার বাড়ির পাশে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন ওই বাড়ির ভাড়াটে রমজান আলী। তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে সাভার থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। থানার এসআই তাহমিদুল ইসলাম বলেন, সাইজুদ্দিন মিয়ার বাড়ির পাশে আবর্জনার মধ্যে ওই নবজাতকের মাথার অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে ছিল। এর অল্প কিছু দূরে দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহের আকার দেখে মনে হয়, নবজাতকের বয়স এক-দু’দিন হবে। উদ্ধার করা দেহ ও মাথা ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাভারে নবজাতকের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার
ঢাকার সাভারে এক নবজাতকের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লার একটি তিন তলা ভবনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকার সাইজুদ্দিন মিয়ার বাড়ির পাশে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন ওই বাড়ির ভাড়াটে রমজান আলী। তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে সাভার থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। থানার এসআই তাহমিদুল ইসলাম বলেন, সাইজুদ্দিন মিয়ার বাড়ির পাশে আবর্জনার মধ্যে ওই নবজাতকের মাথার অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে ছিল। এর অল্প কিছু দূরে দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহের আকার দেখে মনে হয়, নবজাতকের বয়স এক-দু’দিন হবে। উদ্ধার করা দেহ ও মাথা ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।