রাজশাহীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণী, গ্রেফতার ১
রাজশাহী ব্যুরো
০২ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহীতে ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সোমবার পবা থানায় মামলার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নুরুজ্জামান (৩৭)। সে পবা উপজেলার বাকসারা গ্রামের জিল্লুর রহমানের পুত্র।
পুলিশ জানিয়েছে, মাস আগে নুরুজ্জামান বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে ফুঁসলিয়ে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি টের পায় তার পরিবারের সদস্যরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সব জানা যায়। এ নিয়ে সোমবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নুরুজ্জামানকে আসামি করে পবা থানায় একটি মামলা করেন। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজশাহীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণী, গ্রেফতার ১
রাজশাহীতে ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সোমবার পবা থানায় মামলার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নুরুজ্জামান (৩৭)। সে পবা উপজেলার বাকসারা গ্রামের জিল্লুর রহমানের পুত্র।
পুলিশ জানিয়েছে, মাস আগে নুরুজ্জামান বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে ফুঁসলিয়ে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি টের পায় তার পরিবারের সদস্যরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সব জানা যায়। এ নিয়ে সোমবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নুরুজ্জামানকে আসামি করে পবা থানায় একটি মামলা করেন। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।