কুমিল্লায় অস্ত্র ইয়াবাসহ গ্রেফতার ১
কুমিল্লায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ মোছা আহম্মেদ মুন্না নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আদর্শ সদর উপজেলার ভুবনঘর গ্রামের আবদুল মান্নানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুরে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে প্রাইভেট কার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় অস্ত্র ইয়াবাসহ গ্রেফতার ১
কুমিল্লায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ মোছা আহম্মেদ মুন্না নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আদর্শ সদর উপজেলার ভুবনঘর গ্রামের আবদুল মান্নানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুরে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে প্রাইভেট কার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করত।