প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর বাস্তবায়নের দাবি
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে প্রবেশ করার জন্য সৃষ্ট প্রতিবন্ধকতা দূরীকরণের লক্ষ্যে চাকরিপ্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ ছয়টি দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নামে। গত বছরের ৯ অক্টোবর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে গ্র্যাজুয়েট পরিষদের ছয় সদস্যর প্রতিনিধি দল দেখা করলে তিনি কাজের ব্যবস্থা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে দায়িত্ব দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা থাকার পরও আজও তা বাস্তবায়ন হয়নি। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্র তৈরির জন্য সরকারের একটি নির্দিষ্ট অধিদফতর দাবি করেছেন তারা।
২০১৯ সালের ২৯ আগস্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় মিলে সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতরে রূপান্তরের বিষয়ে সবাই একমত পোষণ করেন। আজও আলোর মুখ দেখেনি প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর বাস্তবায়নের দাবি
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে প্রবেশ করার জন্য সৃষ্ট প্রতিবন্ধকতা দূরীকরণের লক্ষ্যে চাকরিপ্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ ছয়টি দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নামে। গত বছরের ৯ অক্টোবর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে গ্র্যাজুয়েট পরিষদের ছয় সদস্যর প্রতিনিধি দল দেখা করলে তিনি কাজের ব্যবস্থা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে দায়িত্ব দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা থাকার পরও আজও তা বাস্তবায়ন হয়নি। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্র তৈরির জন্য সরকারের একটি নির্দিষ্ট অধিদফতর দাবি করেছেন তারা।
২০১৯ সালের ২৯ আগস্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় মিলে সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতরে রূপান্তরের বিষয়ে সবাই একমত পোষণ করেন। আজও আলোর মুখ দেখেনি প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর। সংবাদ বিজ্ঞপ্তি।