স্বাস্থ্যবিধি উপেক্ষা চট্টগ্রামে একযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
চট্টগ্রাম ব্যুরো
০৫ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টার ও পর্যটনকেন্দ্রে শুক্রবার একযোগে অভিযান চালিয়েছেন একাধিক ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় ১৩৩ জনকে অর্থদণ্ড করা হয়।
শুক্রবার দুপুরে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, রীমা কমিউনিটি সেন্টার, প্রিয়া কমিউনিটি সেন্টার, রঙ্গম কমিউনিটি সেন্টার, ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার, রাজবাড়ী কমিউনিটি সেন্টার, অনন্ত বিলাস, মেঘনা কমিউনিটি সেন্টার ও হার্টস অব চিটাগংয়ে অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান। মাস্ক না পরায় ১৬ জনকে ৩ হাজার একশ’ টাকা জরিমানা করা হয়।
বিকাল ৩টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর, মিজানুর রহমান, আশরাফুল আলম, উমর ফারুক ও গালিব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয় বিভিন্ন পর্যটনকেন্দ্রে। এ সময় ১১৭ জনকে ১৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্বাস্থ্যবিধি উপেক্ষা চট্টগ্রামে একযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টার ও পর্যটনকেন্দ্রে শুক্রবার একযোগে অভিযান চালিয়েছেন একাধিক ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় ১৩৩ জনকে অর্থদণ্ড করা হয়।
শুক্রবার দুপুরে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, রীমা কমিউনিটি সেন্টার, প্রিয়া কমিউনিটি সেন্টার, রঙ্গম কমিউনিটি সেন্টার, ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার, রাজবাড়ী কমিউনিটি সেন্টার, অনন্ত বিলাস, মেঘনা কমিউনিটি সেন্টার ও হার্টস অব চিটাগংয়ে অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান। মাস্ক না পরায় ১৬ জনকে ৩ হাজার একশ’ টাকা জরিমানা করা হয়।
বিকাল ৩টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর, মিজানুর রহমান, আশরাফুল আলম, উমর ফারুক ও গালিব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয় বিভিন্ন পর্যটনকেন্দ্রে। এ সময় ১১৭ জনকে ১৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়।