পুলিশের এআইজি সাঈদ তারিকুলের দাফন সম্পন্ন
যুগান্তর রিপোর্ট ও দিনাজপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পুলিশ সদর দফতরের এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসানের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার সকাল ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের আইজি ড. বেনজীর আহমেদসহ ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মরহুমের সহকর্মী, বন্ধু ও স্বজনরা অংশ নেন।
পুলিশের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন আইজি ড. বেনজীর আহমেদ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ও বিসিএস বিভিন্ন ব্যাচের পক্ষ থেকেও তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করে। পরে লাশ বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে তার নিজ জেলা দিনাজপুরে নেয়া হয়। সেখানে গোর-এ শহীদ ময়দানে দুপুর সোয়া ২টায় পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুলিশের পক্ষ থেকে মরহুমের কফিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। বাদ আসর দিনাজপুর সদর উপজেলার করিমুল্যাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পুলিশের এআইজি সাঈদ তারিকুলের দাফন সম্পন্ন
পুলিশ সদর দফতরের এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসানের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার সকাল ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের আইজি ড. বেনজীর আহমেদসহ ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মরহুমের সহকর্মী, বন্ধু ও স্বজনরা অংশ নেন।
পুলিশের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন আইজি ড. বেনজীর আহমেদ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ও বিসিএস বিভিন্ন ব্যাচের পক্ষ থেকেও তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করে। পরে লাশ বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে তার নিজ জেলা দিনাজপুরে নেয়া হয়। সেখানে গোর-এ শহীদ ময়দানে দুপুর সোয়া ২টায় পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুলিশের পক্ষ থেকে মরহুমের কফিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। বাদ আসর দিনাজপুর সদর উপজেলার করিমুল্যাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।