সাইবার ড্রিল প্রতিযোগিতা শুরু আজ
তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তায় দেশে প্রথমবার জাতীয় সাইবার ড্রিল (এনসিডি) ২০২০ প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এটি আয়োজন করেছে। অনলাইনে শনিবার ও রোববার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে এবার বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সাইবার বিষয়ে আগ্রহী ব্যক্তিরা অংশ নিচ্ছেন।
সাইবার বিষয়ে যেসব শিক্ষার্থী নিজেদের ক্যারিয়ার গড়তে চান তারাও এতে অংশ নিয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। দলগতভাবে এতে অংশ নিতে এবার রেকর্ডসংখ্যক প্রার্থী রেজিস্ট্রেশন করেছেন। প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে এ ড্রিলের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এটি উদ্বোধন করবেন।
কম্পিউটার প্রযুক্তির বিকাশের ফলে প্রায় সব খাতে এর ব্যবহার বাড়ছে। এতে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়েছে। প্রতিদিন লাখ লাখ ব্যবহারকারী সাইবার হামলার শিকার হচ্ছে। এতে আর্থিক ক্ষতি যেমন হচ্ছে, তেমনি তথ্য চুরি বা ব্যক্তিগত নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। এ কারণে সাইবার নিরাপত্তা বাড়াতে এখন প্রতিষ্ঠানগুলো যেমন বিনিয়োগ বাড়াচ্ছে, তেমনি এ বিষয়ে দক্ষ কর্মীও নিয়োগ করছে। এ খাতে দক্ষ কর্মীর চাহিদা বেড়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী নেই। এ খাতে দক্ষ কর্মীর সংখ্যা বাড়াতেই এই সাইবার ড্রিলের উদ্যোগ নেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাইবার ড্রিল প্রতিযোগিতা শুরু আজ
তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তায় দেশে প্রথমবার জাতীয় সাইবার ড্রিল (এনসিডি) ২০২০ প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এটি আয়োজন করেছে। অনলাইনে শনিবার ও রোববার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে এবার বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সাইবার বিষয়ে আগ্রহী ব্যক্তিরা অংশ নিচ্ছেন।
সাইবার বিষয়ে যেসব শিক্ষার্থী নিজেদের ক্যারিয়ার গড়তে চান তারাও এতে অংশ নিয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। দলগতভাবে এতে অংশ নিতে এবার রেকর্ডসংখ্যক প্রার্থী রেজিস্ট্রেশন করেছেন। প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে এ ড্রিলের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এটি উদ্বোধন করবেন।
কম্পিউটার প্রযুক্তির বিকাশের ফলে প্রায় সব খাতে এর ব্যবহার বাড়ছে। এতে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়েছে। প্রতিদিন লাখ লাখ ব্যবহারকারী সাইবার হামলার শিকার হচ্ছে। এতে আর্থিক ক্ষতি যেমন হচ্ছে, তেমনি তথ্য চুরি বা ব্যক্তিগত নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। এ কারণে সাইবার নিরাপত্তা বাড়াতে এখন প্রতিষ্ঠানগুলো যেমন বিনিয়োগ বাড়াচ্ছে, তেমনি এ বিষয়ে দক্ষ কর্মীও নিয়োগ করছে। এ খাতে দক্ষ কর্মীর চাহিদা বেড়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী নেই। এ খাতে দক্ষ কর্মীর সংখ্যা বাড়াতেই এই সাইবার ড্রিলের উদ্যোগ নেয়া হয়েছে।