সড়কে সাত জেলায় সাত প্রাণহানি
সড়ক দুর্ঘটনায় সাত জেলায় প্রাণ গেছে সাতজনের। এর মধ্যে ঢাকার সাভারে কলেজছাত্র, রাজশাহীতে বাইসাইকেল আরোহী, গাজীপুরে কাঠমিস্ত্রি, চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল আরোহী, হবিগঞ্জের মাধবপুরে শিশু, নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবক এবং কুমিল্লার বুড়িচংয়ে অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সাভার (ঢাকা) : ঢাকার সাভারে হানিফ পরিবহনের বাসচাপায় নিহত কলেজছাত্র মো. কাউছার বিন হাসান (২৯) আশুলিয়ার ভাদাইল এলাকার সুরুজ মিয়ার ছেলে ও স্থানীয় বেপজা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। উপজেলার গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী : গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তসলিম উদ্দীন ওরফে তাসু (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার উত্তর বালিয়াঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাসু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর চেকতলা গ্রামের বাসিন্দা।
মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী রাকিবুল ইসলাম মাসুদ (২৭) পূর্ব হিঙ্গুলী গ্রামের শফি উল্লাহ কেরানীবাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট গণিয়াতুল উলুম আরিম মাদ্রাসার সামনে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকাচাপায় নিহত সিফা আক্তার উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামের বাহার মিয়ার মেয়ে। উপজেলার মানিকপুরে বৃহস্পতিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় সে দুর্ঘটনায় পড়ে।
কুবি : সিএনজি অটোরিকশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মাইক্রোবাসের ধাক্কায় নিহত অটোরিকশাযাত্রী আহম আলী চান্দিনা উপজেলার মহরমপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাইতে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর : গাজীপুরে বাসচাপায় নিহত কাঠমিস্ত্রি মো. হাশেম (৫৫) গাইবান্ধার সদর থানার মৃত মোনতাজ মিস্ত্রির ছেলে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পোড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে নিহত কামাল উদ্দিন (২৫) পূর্ব চরবাটা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। তিনি সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সড়কে সাত জেলায় সাত প্রাণহানি
সড়ক দুর্ঘটনায় সাত জেলায় প্রাণ গেছে সাতজনের। এর মধ্যে ঢাকার সাভারে কলেজছাত্র, রাজশাহীতে বাইসাইকেল আরোহী, গাজীপুরে কাঠমিস্ত্রি, চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল আরোহী, হবিগঞ্জের মাধবপুরে শিশু, নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবক এবং কুমিল্লার বুড়িচংয়ে অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সাভার (ঢাকা) : ঢাকার সাভারে হানিফ পরিবহনের বাসচাপায় নিহত কলেজছাত্র মো. কাউছার বিন হাসান (২৯) আশুলিয়ার ভাদাইল এলাকার সুরুজ মিয়ার ছেলে ও স্থানীয় বেপজা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। উপজেলার গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী : গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তসলিম উদ্দীন ওরফে তাসু (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার উত্তর বালিয়াঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাসু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর চেকতলা গ্রামের বাসিন্দা।
মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী রাকিবুল ইসলাম মাসুদ (২৭) পূর্ব হিঙ্গুলী গ্রামের শফি উল্লাহ কেরানীবাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট গণিয়াতুল উলুম আরিম মাদ্রাসার সামনে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকাচাপায় নিহত সিফা আক্তার উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামের বাহার মিয়ার মেয়ে। উপজেলার মানিকপুরে বৃহস্পতিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় সে দুর্ঘটনায় পড়ে।
কুবি : সিএনজি অটোরিকশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মাইক্রোবাসের ধাক্কায় নিহত অটোরিকশাযাত্রী আহম আলী চান্দিনা উপজেলার মহরমপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাইতে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর : গাজীপুরে বাসচাপায় নিহত কাঠমিস্ত্রি মো. হাশেম (৫৫) গাইবান্ধার সদর থানার মৃত মোনতাজ মিস্ত্রির ছেলে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পোড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে নিহত কামাল উদ্দিন (২৫) পূর্ব চরবাটা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। তিনি সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।