রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১ আহত ২০
কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প-২১) দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে নুর হাকিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। রোববার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুর হাকিম চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের সি-ব্লকের হোসেন আলীর ছেলে।
কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক মো. তারিকুল ইসলাম হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাকমারকুল ক্যাম্পে এপিবিএন সদস্য ছাড়াও জেলা পুলিশ, বিজিবি ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, নিহত যুবকের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। দু’পক্ষের সংঘর্ষে মাথায় বা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি নিহত হয়ে থাকতে পারেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১ আহত ২০
টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প-২১) দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে নুর হাকিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। রোববার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুর হাকিম চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের সি-ব্লকের হোসেন আলীর ছেলে।
কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক মো. তারিকুল ইসলাম হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাকমারকুল ক্যাম্পে এপিবিএন সদস্য ছাড়াও জেলা পুলিশ, বিজিবি ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, নিহত যুবকের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। দু’পক্ষের সংঘর্ষে মাথায় বা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি নিহত হয়ে থাকতে পারেন।