পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে জজ আদালতের ২ জারিকারকের মৃত্যু
ঠাকুরগাঁও ও পীরগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের দুই জারিকারক। পীরগঞ্জ রেল স্টেশন সংলগ্ন জগথা হঠাৎপাড়ার অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার দেওধা সালন্দর গ্রামের মৃত ফয়সালের ছেলে রুহুল আমিন (৩৮) ও আকচা কাজীপাড়ার মৃত কলিম উদ্দীনের ছেলে অবসরপ্রাপ্ত জারিকারক আবদুস সুবহান (৬২)। তারা মোটরসাইকেলে সমন জারি করতে যাচ্ছিলেন।
পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার মুক্তার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি পীরগঞ্জে ঢোকার সময় লেভেল ক্রসিংয়ে ওই দুই মোটরসাইকেল আরোহী কাটা পড়েন।
জেলা ও দায়রা জজ মামনুর রশিদ ও অতিরিক্ত জেলা জজ তারিকুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেলওয়ে পুলিশ পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ঠাকুরগাঁওয়ে নিয়ে গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে জজ আদালতের ২ জারিকারকের মৃত্যু
পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের দুই জারিকারক। পীরগঞ্জ রেল স্টেশন সংলগ্ন জগথা হঠাৎপাড়ার অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার দেওধা সালন্দর গ্রামের মৃত ফয়সালের ছেলে রুহুল আমিন (৩৮) ও আকচা কাজীপাড়ার মৃত কলিম উদ্দীনের ছেলে অবসরপ্রাপ্ত জারিকারক আবদুস সুবহান (৬২)। তারা মোটরসাইকেলে সমন জারি করতে যাচ্ছিলেন।
পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার মুক্তার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি পীরগঞ্জে ঢোকার সময় লেভেল ক্রসিংয়ে ওই দুই মোটরসাইকেল আরোহী কাটা পড়েন।
জেলা ও দায়রা জজ মামনুর রশিদ ও অতিরিক্ত জেলা জজ তারিকুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেলওয়ে পুলিশ পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ঠাকুরগাঁওয়ে নিয়ে গেছে।