ভৈরবে বাসে আগুন ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের ভৈরবে বাসে আগুন লেগে ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু হয়েছে। শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আবুল হোসেন (৫৫) নরসিংদীর পলাশ উপজেলার খালিশারটেক গ্রামের কিতাব আলীর ছেলে।
ভৈরব-ঢাকা চলাচলকারী বিসমিল্লাহ পরিবহনের বাসটিতে কয়েল জ্বালিয়ে ভেতরে ঘুমাচ্ছিলেন আবুল হোসেন। রাত ১১টায় ভেতরে ছিটকিনি লাগিয়ে তিনি ঘুমান। ভোর ৪টার দিকে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। ২০ মিনিট চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। পরে পুলিশ তার লাশ বের করে থানায় নেয়।
ভৈরব ফায়ার স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা মনে করছি। ভৈরব থানার উপ-পরিদর্শক মো. মতিউজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভৈরবে বাসে আগুন ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে বাসে আগুন লেগে ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু হয়েছে। শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আবুল হোসেন (৫৫) নরসিংদীর পলাশ উপজেলার খালিশারটেক গ্রামের কিতাব আলীর ছেলে।
ভৈরব-ঢাকা চলাচলকারী বিসমিল্লাহ পরিবহনের বাসটিতে কয়েল জ্বালিয়ে ভেতরে ঘুমাচ্ছিলেন আবুল হোসেন। রাত ১১টায় ভেতরে ছিটকিনি লাগিয়ে তিনি ঘুমান। ভোর ৪টার দিকে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। ২০ মিনিট চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। পরে পুলিশ তার লাশ বের করে থানায় নেয়।
ভৈরব ফায়ার স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা মনে করছি। ভৈরব থানার উপ-পরিদর্শক মো. মতিউজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।