চিকিৎসকসহ সড়কে নিহত ছয়
সড়ক দুর্ঘটনায় ঢাকার ধামরাইয়ে চিকিৎসক, কক্সবাজারের উখিয়ায় দুজন, মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিকশা চালক, বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল চালক এবং সুনামগঞ্জের দিরাইয়ে শিশু নিহত হয়েছে। এ ছাড়া মেহেরপুর ও নাটোরের বড়াইগ্রামে আটজন করে এবং বরিশালের আগৈলঝাড়ায় সাতজন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:
ধামরাই (ঢাকা) : মা-বাবার স্বপ্ন পূরণ করা সম্ভব হলো না শিক্ষানবিশ অর্থোপেডিক চিকিৎসক মো. শাওন আহাম্মেদের। তিনি বাসচাপায় নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাওন রাজধানীর ট্রমা সেন্টারে কর্মরত ছিলেন। তিনি উপজেলার নান্নার গ্রামের ডা. মো. সাজাহান মিয়ার ছেলে। শাওন মোটরসাইকেলে মহাসড়কের ডাউটিয়া নুতন বাজারে মামার ফার্মেসিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
উখিয়া (কক্সবাজার) : উখিয়ায় সেন্টমার্টিন সার্ভিস বাসের সঙ্গে টমটমের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এত আহত হয়েছেন আরও অন্তত দুজন। নিহতরা হলেন : উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জাফর আহমেদ (৩২) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনির আহমদ (৩০)। উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে নিহত চালক শাহ আলম (৪০) সুনামগঞ্জের ধর্মপাশা থানার কুরুকাওনিয়া গ্রামের কাশেম আলীর ছেলে। যাত্রী নামিয়ে ফেরার পথে সোমবার রাতে জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট ও শরণখোলা : শরণখোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শহিদুল ইসলাম (৩৩) উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মো. শামসুল ইসলামের ছেলে। আমড়াগাছিয়ার সিংবাড়ি এলাকায় মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দিরাই (সুনামগঞ্জ) : দিরাইয়ে নানাবাড়ি বেড়াতে এসে রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশায় নিহত নাঈম মিয়া (৯) সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিগাতি গ্রামের রশিদ মিয়ার ছেলে। সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের বদলপুর এলাকায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার কারবালা এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুর : মেহেরপুরে পৃথক দুটি দুর্ঘটনায় বাবা-ছেলেসহ আটজন আহত হয়েছেন। মেহেরপুর জেলা শহরের বামন পাড়া মোড়ে মঙ্গলবার সকালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় ইজিবাইক উলটে ৭ জন আহত হয়েছেন। উপজেলার গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার কুয়াতির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চিকিৎসকসহ সড়কে নিহত ছয়
সড়ক দুর্ঘটনায় ঢাকার ধামরাইয়ে চিকিৎসক, কক্সবাজারের উখিয়ায় দুজন, মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিকশা চালক, বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল চালক এবং সুনামগঞ্জের দিরাইয়ে শিশু নিহত হয়েছে। এ ছাড়া মেহেরপুর ও নাটোরের বড়াইগ্রামে আটজন করে এবং বরিশালের আগৈলঝাড়ায় সাতজন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:
ধামরাই (ঢাকা) : মা-বাবার স্বপ্ন পূরণ করা সম্ভব হলো না শিক্ষানবিশ অর্থোপেডিক চিকিৎসক মো. শাওন আহাম্মেদের। তিনি বাসচাপায় নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাওন রাজধানীর ট্রমা সেন্টারে কর্মরত ছিলেন। তিনি উপজেলার নান্নার গ্রামের ডা. মো. সাজাহান মিয়ার ছেলে। শাওন মোটরসাইকেলে মহাসড়কের ডাউটিয়া নুতন বাজারে মামার ফার্মেসিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
উখিয়া (কক্সবাজার) : উখিয়ায় সেন্টমার্টিন সার্ভিস বাসের সঙ্গে টমটমের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এত আহত হয়েছেন আরও অন্তত দুজন। নিহতরা হলেন : উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জাফর আহমেদ (৩২) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনির আহমদ (৩০)। উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে নিহত চালক শাহ আলম (৪০) সুনামগঞ্জের ধর্মপাশা থানার কুরুকাওনিয়া গ্রামের কাশেম আলীর ছেলে। যাত্রী নামিয়ে ফেরার পথে সোমবার রাতে জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট ও শরণখোলা : শরণখোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শহিদুল ইসলাম (৩৩) উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মো. শামসুল ইসলামের ছেলে। আমড়াগাছিয়ার সিংবাড়ি এলাকায় মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দিরাই (সুনামগঞ্জ) : দিরাইয়ে নানাবাড়ি বেড়াতে এসে রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশায় নিহত নাঈম মিয়া (৯) সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিগাতি গ্রামের রশিদ মিয়ার ছেলে। সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের বদলপুর এলাকায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার কারবালা এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুর : মেহেরপুরে পৃথক দুটি দুর্ঘটনায় বাবা-ছেলেসহ আটজন আহত হয়েছেন। মেহেরপুর জেলা শহরের বামন পাড়া মোড়ে মঙ্গলবার সকালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় ইজিবাইক উলটে ৭ জন আহত হয়েছেন। উপজেলার গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার কুয়াতির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।