কুয়াকাটা ও কালীগঞ্জে দুই নারী ধর্ষণের শিকার
যুগান্তর ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় আবাসিক হোটেলে এক নারী গণধর্ষণের শিকার হয়েছে। এছাড়া গাজীপুরের কালীগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুয়াকাটা ও কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় নিয়ে এসে আবাসিক হোটেলে রেখে এক নারীকে দুই বন্ধু মিলে নির্যাতনের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীর বাড়ি বরগুনার তালতলী উপজেলার সারিকখালী এলাকায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে ওই নারী বাদী হয়ে মহিপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেছে। রাতেই মামলার প্রধান আসামি রনি প্যাদা, মাইনুল ইসলাম ও হোটেল ম্যানেজার শহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বিবরণে জানা গেছে, জেলার দশমিনা উপজেলার রনি প্যাদার সঙ্গে তালতলী উপজেলার ওই নারীর মেবাইল ফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে রোববার সন্ধ্যায় ওই প্রেমিকাকে নানা প্রলোভনে কুয়াকাটায় বেড়াতে নিয়ে আসে রনি প্যাদা। এরপর সিলভার ক্রাউন নামের একটি আবাসিক হোটেলে ওঠে।
কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের পর ধর্ষণের অভিযোগের ২২ দিন পর অপহৃত শিক্ষার্থীকে শ্রীপুর উপজেলার থেকে উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। পরে রোববার রাতে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া থেকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত বদরুলকে আহাম্মদ খানকে গ্রেফতার করে। বদরুল শ্রীপুর উপজেলার নান্দিয়া সাংগুন গ্রামের রফিকুল ইসলাম খানের ছেলে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুয়াকাটা ও কালীগঞ্জে দুই নারী ধর্ষণের শিকার
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় আবাসিক হোটেলে এক নারী গণধর্ষণের শিকার হয়েছে। এছাড়া গাজীপুরের কালীগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুয়াকাটা ও কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় নিয়ে এসে আবাসিক হোটেলে রেখে এক নারীকে দুই বন্ধু মিলে নির্যাতনের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীর বাড়ি বরগুনার তালতলী উপজেলার সারিকখালী এলাকায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে ওই নারী বাদী হয়ে মহিপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেছে। রাতেই মামলার প্রধান আসামি রনি প্যাদা, মাইনুল ইসলাম ও হোটেল ম্যানেজার শহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বিবরণে জানা গেছে, জেলার দশমিনা উপজেলার রনি প্যাদার সঙ্গে তালতলী উপজেলার ওই নারীর মেবাইল ফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে রোববার সন্ধ্যায় ওই প্রেমিকাকে নানা প্রলোভনে কুয়াকাটায় বেড়াতে নিয়ে আসে রনি প্যাদা। এরপর সিলভার ক্রাউন নামের একটি আবাসিক হোটেলে ওঠে।
কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের পর ধর্ষণের অভিযোগের ২২ দিন পর অপহৃত শিক্ষার্থীকে শ্রীপুর উপজেলার থেকে উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। পরে রোববার রাতে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া থেকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত বদরুলকে আহাম্মদ খানকে গ্রেফতার করে। বদরুল শ্রীপুর উপজেলার নান্দিয়া সাংগুন গ্রামের রফিকুল ইসলাম খানের ছেলে।