দুর্নীতির দায়ে পদাবনতি পাওয়া কর্মকর্তাকে সংবর্ধনা
নেত্রকোনা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সরকারের টাকা আত্মসাতের দায়ে পদাবনতিপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মকর্তাকে নেত্রকোনায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই কর্মকর্তার নাম আবু আব্দুল্লাহ মো. ছায়দুল্লা। উপ-সহকারী পরিচালক থেকে পদাবনতি হয়ে স্টেশন অফিসার হন তিনি। বদলি উপলক্ষে রোববার বিকেলে তাকে নেত্রকোনা জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রধান উপ-পরিচালক আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠান ব্যানারে ময়মনসিংহের সহকারী পরিচালক প্রাণনাথ সাহার নাম উল্লেখ থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান।
উল্লেখ্য, আবু আব্দুল্লাহ মো. ছায়দুল্লা জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে উপ-সহকারী পরিচালক থাকাকালে ভারপ্রাপ্ত সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। সে সময় তিনি চার লাখ ১৩ হাজার টাকার দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। এ অভিযোগে বিভাগীয় মামলায় একাধিক তদন্তে দোষী সাব্যস্ত হন তিনি। শাস্তি হিসাবে চলতি বছর ৫ জানুয়ারি তার এ পদাবনতি ঘটে। তার রংপুর বদলির আদেশ জারি করা হয় ৭ জানুয়ারি।
অনুষ্ঠানের ব্যাপারে আবুল হোসেন বলেন, দীর্ঘদিন এ স্টেশনে তিনি কর্মরত ছিলেন। তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসেছি।
এদিকে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে উপ-পরিচালক আবুল হোসেনের বিরুদ্ধেও। অভিযোগের বিষয়গুলো সুষ্ঠু তদন্তের আবেদন করা হয়েছে। অভিযোগ করেছেন নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীরা। অভিযোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে। অনুলিপি দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং সরকারি বিভিন্ন দপ্তরসহ ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোনা প্রেস ক্লাব সভাপতি-সম্পাদকদের।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুর্নীতির দায়ে পদাবনতি পাওয়া কর্মকর্তাকে সংবর্ধনা
সরকারের টাকা আত্মসাতের দায়ে পদাবনতিপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মকর্তাকে নেত্রকোনায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই কর্মকর্তার নাম আবু আব্দুল্লাহ মো. ছায়দুল্লা। উপ-সহকারী পরিচালক থেকে পদাবনতি হয়ে স্টেশন অফিসার হন তিনি। বদলি উপলক্ষে রোববার বিকেলে তাকে নেত্রকোনা জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রধান উপ-পরিচালক আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠান ব্যানারে ময়মনসিংহের সহকারী পরিচালক প্রাণনাথ সাহার নাম উল্লেখ থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান।
উল্লেখ্য, আবু আব্দুল্লাহ মো. ছায়দুল্লা জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে উপ-সহকারী পরিচালক থাকাকালে ভারপ্রাপ্ত সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। সে সময় তিনি চার লাখ ১৩ হাজার টাকার দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। এ অভিযোগে বিভাগীয় মামলায় একাধিক তদন্তে দোষী সাব্যস্ত হন তিনি। শাস্তি হিসাবে চলতি বছর ৫ জানুয়ারি তার এ পদাবনতি ঘটে। তার রংপুর বদলির আদেশ জারি করা হয় ৭ জানুয়ারি।
অনুষ্ঠানের ব্যাপারে আবুল হোসেন বলেন, দীর্ঘদিন এ স্টেশনে তিনি কর্মরত ছিলেন। তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসেছি।
এদিকে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে উপ-পরিচালক আবুল হোসেনের বিরুদ্ধেও। অভিযোগের বিষয়গুলো সুষ্ঠু তদন্তের আবেদন করা হয়েছে। অভিযোগ করেছেন নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীরা। অভিযোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে। অনুলিপি দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং সরকারি বিভিন্ন দপ্তরসহ ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোনা প্রেস ক্লাব সভাপতি-সম্পাদকদের।