খুলনায় বিস্ফোরক মামলায় পাঁচজনের যাবজ্জীবন
সাংবাদিক বালু হত্যা
খুলনা ব্যুরো
১৯ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যায় বিস্ফোরক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো সোমবার এ রায় দেন।
রায়ের সময় আসামি জাহিদ ওরফে সবুজ, নজু ওরফে রিপন, স্বাধীন ওরফে সৈয়দ ইকবাল হোসেন ও রিমন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামি মাসুম ওরফে জাহাঙ্গীর পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এসএম মঞ্জুর আহমেদ ও চৌধুরী তৌহিদুর রহমান তুষার। ২০০৪ সালের ২৭ জুন হুমায়ুন কবীর বালু নগরীর শান্তিধাম মোড়ে নিজ কর্মস্থল দৈনিক জন্মভূমি অফিসের গেটে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন। এ ঘটনায় পুলিশ হত্যা ও বিস্ফোরক পৃথক দুটি মামলা করে। সোমবার দুপুরে বিস্ফোরক মামলার রায় দেওয়া হলো।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাংবাদিক বালু হত্যা
খুলনায় বিস্ফোরক মামলায় পাঁচজনের যাবজ্জীবন
খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যায় বিস্ফোরক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো সোমবার এ রায় দেন।
রায়ের সময় আসামি জাহিদ ওরফে সবুজ, নজু ওরফে রিপন, স্বাধীন ওরফে সৈয়দ ইকবাল হোসেন ও রিমন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামি মাসুম ওরফে জাহাঙ্গীর পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এসএম মঞ্জুর আহমেদ ও চৌধুরী তৌহিদুর রহমান তুষার। ২০০৪ সালের ২৭ জুন হুমায়ুন কবীর বালু নগরীর শান্তিধাম মোড়ে নিজ কর্মস্থল দৈনিক জন্মভূমি অফিসের গেটে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন। এ ঘটনায় পুলিশ হত্যা ও বিস্ফোরক পৃথক দুটি মামলা করে। সোমবার দুপুরে বিস্ফোরক মামলার রায় দেওয়া হলো।