করোনায় সাংবাদিক আফজালের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক মো. আফজালুর রহমান। বৃহস্পতিবার বিকাল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৩১ বছর। তিনি বাবা, মা, এক ভাই, দুই বোন রেখে গেছেন।
রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে জানাজা শেষে তার লাশ নিজ জেলা পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান এবং বিজেসি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় সাংবাদিক আফজালের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক মো. আফজালুর রহমান। বৃহস্পতিবার বিকাল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৩১ বছর। তিনি বাবা, মা, এক ভাই, দুই বোন রেখে গেছেন।
রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে জানাজা শেষে তার লাশ নিজ জেলা পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান এবং বিজেসি।