নড়িয়াবাসী আ.লীগ ও বঙ্গবন্ধুর প্রশ্নে ঐক্যবদ্ধ
-পানি সম্পদ উপমন্ত্রী
শরীয়তপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আমরা নড়িয়ার মানুষ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু প্রশ্নে ঐক্যবদ্ধ। নৌকা হচ্ছে বাঙালি জাতির সব স্বপ্ন বাস্তবায়নের প্রতীক। বঙ্গবন্ধু ’৭০-এর নির্বাচনে এই নৌকা নিয়ে বিজয়ী হয়ে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিলেন। ১৬৯ আসনের মধ্যে ১৬৭টিতে বিজয়ী হয়ে বিশ্বে আওয়ামী লীগকে তৎকালীন পূর্ব বাংলার জনপ্রিয় দল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। আর এই নৌকা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ’৯৬ সালে প্রথম তারপরে টানা তৃতীয়বার বিজয়ী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আজ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুড়ি নেই।
নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়ন পরিষদ মাঠে শুক্রবার বেলা ১১টায় উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক মালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এসএম আহসান হাবীব, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবদুস ছালাম মাস্টার, যুগ্ম-সাধারণ শহীদুল শিকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন বাদল, বিঝারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবদুর রাজ্জাক হাওলাদার প্রমুখ। পদ্মার ভাঙন এলাকার বেড়িবাঁধের কাজের অগ্রগতি পরিদর্শনকালে উপমন্ত্রী বলেন, পদ্মা সেতুর সব সুযোগ-সবিধা যেন আমরা পাই, সে লক্ষ্যে কাজ করছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নড়িয়াবাসী আ.লীগ ও বঙ্গবন্ধুর প্রশ্নে ঐক্যবদ্ধ
-পানি সম্পদ উপমন্ত্রী
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আমরা নড়িয়ার মানুষ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু প্রশ্নে ঐক্যবদ্ধ। নৌকা হচ্ছে বাঙালি জাতির সব স্বপ্ন বাস্তবায়নের প্রতীক। বঙ্গবন্ধু ’৭০-এর নির্বাচনে এই নৌকা নিয়ে বিজয়ী হয়ে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিলেন। ১৬৯ আসনের মধ্যে ১৬৭টিতে বিজয়ী হয়ে বিশ্বে আওয়ামী লীগকে তৎকালীন পূর্ব বাংলার জনপ্রিয় দল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। আর এই নৌকা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ’৯৬ সালে প্রথম তারপরে টানা তৃতীয়বার বিজয়ী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আজ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুড়ি নেই।
নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়ন পরিষদ মাঠে শুক্রবার বেলা ১১টায় উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক মালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এসএম আহসান হাবীব, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবদুস ছালাম মাস্টার, যুগ্ম-সাধারণ শহীদুল শিকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন বাদল, বিঝারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবদুর রাজ্জাক হাওলাদার প্রমুখ। পদ্মার ভাঙন এলাকার বেড়িবাঁধের কাজের অগ্রগতি পরিদর্শনকালে উপমন্ত্রী বলেন, পদ্মা সেতুর সব সুযোগ-সবিধা যেন আমরা পাই, সে লক্ষ্যে কাজ করছি।