টঙ্গীতে ভারতীয়র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
যুগান্তর প্রতিবেদন, টঙ্গী
২৩ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদকে প্রধান করে বৃহস্পতিবার রাতেই কমিটি গঠন করেন গাজীপুরের জেলা প্রশাসক। কমিটির অপর দুই সদস্য হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আশরাফ-উল-ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম। তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে রিজউদ্দিন মোল্লা নামে ভারতের চব্বিশ পরগনার এক নিবাসীর রহস্যজনক মৃত্যু হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টঙ্গীতে ভারতীয়র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদকে প্রধান করে বৃহস্পতিবার রাতেই কমিটি গঠন করেন গাজীপুরের জেলা প্রশাসক। কমিটির অপর দুই সদস্য হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আশরাফ-উল-ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম। তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে রিজউদ্দিন মোল্লা নামে ভারতের চব্বিশ পরগনার এক নিবাসীর রহস্যজনক মৃত্যু হয়।