ভারতীয় চালের তৃতীয় চালানের খালাস চলছে
বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি করা চালের তৃতীয় চালান জাহাজ থেকে খালাস শুরু হয়েছে। বুধবার বিকাল খেকে খালাসের কার্যক্রম শুরু হয় এবং শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ৪ হাজার ৬০০ টন খালাস হয়েছে। তৃতীয় চালানের খালাস শেষ হতে আরও সপ্তাহখানিক লাগতে পারে। ভারতীয় চাল আসার পর বাজারও এখন নিুমুখী।
চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, রোববার বিকাল ৫টা ১৫ মিনিটে ভারত থেকে আমদানি করা চালের তৃতীয় চালান ‘এমভি কেরেম’ চট্টগ্রাম বহির্নোঙ্গরে পৌঁছে। এতে চাল রয়েছে প্রায় ১৮ হাজার ৫০০ টন। বুধবার খাদ্য অধিদফতরের প্রতিনিধি, চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চালের নমুনা সংগ্রহের পর তা ল্যাবে পরীক্ষা করা হয়। মানউত্তীর্ণ হওয়ার পর খালাস শুরু হয়। এসব চাল দেশের বিভিন্ন কেন্দ্রীয় সাপ্লাই ডিপো-সিএসডি ও গুদামে পাঠানো শুরু হয়েছে।
এর আগে প্রথম ধাপে ২৪ ডিসেম্বর ৪ হাজার ৩০০ টন এবং দ্বিতীয় ধাপে ৫ হাজার ১০০ টন চাল আমদানি করা হয়। প্রথম দুই ধাপের চাল সব নিয়ম মেনে খালাসের পর তা গুদামে চলে গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতীয় চালের তৃতীয় চালানের খালাস চলছে
বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি করা চালের তৃতীয় চালান জাহাজ থেকে খালাস শুরু হয়েছে। বুধবার বিকাল খেকে খালাসের কার্যক্রম শুরু হয় এবং শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ৪ হাজার ৬০০ টন খালাস হয়েছে। তৃতীয় চালানের খালাস শেষ হতে আরও সপ্তাহখানিক লাগতে পারে। ভারতীয় চাল আসার পর বাজারও এখন নিুমুখী।
চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, রোববার বিকাল ৫টা ১৫ মিনিটে ভারত থেকে আমদানি করা চালের তৃতীয় চালান ‘এমভি কেরেম’ চট্টগ্রাম বহির্নোঙ্গরে পৌঁছে। এতে চাল রয়েছে প্রায় ১৮ হাজার ৫০০ টন। বুধবার খাদ্য অধিদফতরের প্রতিনিধি, চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চালের নমুনা সংগ্রহের পর তা ল্যাবে পরীক্ষা করা হয়। মানউত্তীর্ণ হওয়ার পর খালাস শুরু হয়। এসব চাল দেশের বিভিন্ন কেন্দ্রীয় সাপ্লাই ডিপো-সিএসডি ও গুদামে পাঠানো শুরু হয়েছে।
এর আগে প্রথম ধাপে ২৪ ডিসেম্বর ৪ হাজার ৩০০ টন এবং দ্বিতীয় ধাপে ৫ হাজার ১০০ টন চাল আমদানি করা হয়। প্রথম দুই ধাপের চাল সব নিয়ম মেনে খালাসের পর তা গুদামে চলে গেছে।