ভারতের চাল আমদানি শুরু
দর্শনা ও সোনামসজিদ স্থলবন্দর
যুগান্তর ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চালের বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
দামুড়হুদা : দর্শনা দিয়ে ভারত থেকে প্রায় ১৮শ’ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বন্দর দিয়ে ৪২টি রেলওয়াগনে এই চাল এসেছে। ১৭শ’ ৭১ দশমিক ৪ মেট্রিক টন নন বাসমতি প্রকারের এ চাল আমদানি করেছে ঢাকার আমদানিকারক মজুমদার ট্রেডার্স। রপ্তানিকারক কলকাতার একটি প্রতিষ্ঠান। ইনভয়েসে এ চালের আমদানি মূল্য দেখানো হয়েছে প্রতিটন ৩৫০ ডলার।
শিবগঞ্জ : ভারত থেকে ১ হাজার ২১৬ মেট্রিক টন চাল আসার মাধ্যমে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার পর্যন্ত টানা তিন দিনে ৩১টি ট্রাকে এই চাল আমদানি হয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন জানান, তাসনিম এন্টারপ্রাইজ, নজরুল অটো রাইস মিল ও ঘোষ এন্টারপ্রাইজ এই চাল আমদানি করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দর্শনা ও সোনামসজিদ স্থলবন্দর
ভারতের চাল আমদানি শুরু
চালের বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
দামুড়হুদা : দর্শনা দিয়ে ভারত থেকে প্রায় ১৮শ’ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বন্দর দিয়ে ৪২টি রেলওয়াগনে এই চাল এসেছে। ১৭শ’ ৭১ দশমিক ৪ মেট্রিক টন নন বাসমতি প্রকারের এ চাল আমদানি করেছে ঢাকার আমদানিকারক মজুমদার ট্রেডার্স। রপ্তানিকারক কলকাতার একটি প্রতিষ্ঠান। ইনভয়েসে এ চালের আমদানি মূল্য দেখানো হয়েছে প্রতিটন ৩৫০ ডলার।
শিবগঞ্জ : ভারত থেকে ১ হাজার ২১৬ মেট্রিক টন চাল আসার মাধ্যমে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার পর্যন্ত টানা তিন দিনে ৩১টি ট্রাকে এই চাল আমদানি হয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন জানান, তাসনিম এন্টারপ্রাইজ, নজরুল অটো রাইস মিল ও ঘোষ এন্টারপ্রাইজ এই চাল আমদানি করে।