রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১
কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের উখিয়ায় দু’পক্ষের গোলাগুলিতে মোহাম্মদ জাবেদ নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শিবিরের ডি/৪ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে। সোমবার রাত একটার দিকে তানজিমারখোলা রোহিঙ্গা শিবিরের ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে। কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সোমবার রাতে রোহিঙ্গা শিবিরের মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভী ইউনুসের নেতৃত্বে ১০-১২ জন অস্ত্র নিয়ে ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পালংখালীর ঘোনারপাড়ার নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে সাত-আটজন এ সময় তাদের পথরোধ করেন।
তারা রাতের বেলায় শেখের পক্ষের লোকজনকে ঘোরাঘুরি করতে নিষেধ করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও পরে গোলাগুলি হয়। এতে রোহিঙ্গা মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হন। তাকে রোহিঙ্গা শিবিরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১
কক্সবাজারের উখিয়ায় দু’পক্ষের গোলাগুলিতে মোহাম্মদ জাবেদ নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শিবিরের ডি/৪ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে। সোমবার রাত একটার দিকে তানজিমারখোলা রোহিঙ্গা শিবিরের ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে। কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সোমবার রাতে রোহিঙ্গা শিবিরের মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভী ইউনুসের নেতৃত্বে ১০-১২ জন অস্ত্র নিয়ে ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পালংখালীর ঘোনারপাড়ার নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে সাত-আটজন এ সময় তাদের পথরোধ করেন।
তারা রাতের বেলায় শেখের পক্ষের লোকজনকে ঘোরাঘুরি করতে নিষেধ করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও পরে গোলাগুলি হয়। এতে রোহিঙ্গা মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হন। তাকে রোহিঙ্গা শিবিরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।