আরও তিন হাজার রোহিঙ্গাকে নেওয়া হচ্ছে ভাসানচরে
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আজ ও কাল আরও তিন হাজার রোহিঙ্গা শরণার্থীকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে ভাসানচরে এটি হবে চতুর্থ দফায় রোহিঙ্গা শরণার্থী স্থানান্তর। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য শুক্রবার ১৫টি মিনিবাস ও মালবহনকারী ৮টি ডাম্পার ট্রাকের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে প্রায় ৫০০ রোহিঙ্গাকে ট্রানজিট পয়েন্ট উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আনা হয়। যেসব ক্যাম্প তাদের আনা হয়েছে, সেগুলো হল- বালুখালী ক্যাম্প নম্বর-৮ পূর্ব, ৯, ১০, ১১, ১২, ও ১৮ নম্বর ক্যাম্প। রোহিঙ্গা শরণার্থীদের এই দলটি আজ (রোববার) ভাসানচরের উদ্দেশ্যে বাসে করে রওনা দিয়ে চট্টগ্রাম যাবে। সেখান থেকে সমুদ্রপথে জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
কাল কুতুপালং-১ ইস্ট, ২ ইস্ট এবং ২ ওয়েস্ট ক্যাম্প থেকে আরও প্রায় এক হাজার রোহিঙ্গা শরণার্থীর পৃথক একটি দল ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেবে। তাদের শনিবার বিকালে ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আরও তিন হাজার রোহিঙ্গাকে নেওয়া হচ্ছে ভাসানচরে
আজ ও কাল আরও তিন হাজার রোহিঙ্গা শরণার্থীকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে ভাসানচরে এটি হবে চতুর্থ দফায় রোহিঙ্গা শরণার্থী স্থানান্তর। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য শুক্রবার ১৫টি মিনিবাস ও মালবহনকারী ৮টি ডাম্পার ট্রাকের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে প্রায় ৫০০ রোহিঙ্গাকে ট্রানজিট পয়েন্ট উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আনা হয়। যেসব ক্যাম্প তাদের আনা হয়েছে, সেগুলো হল- বালুখালী ক্যাম্প নম্বর-৮ পূর্ব, ৯, ১০, ১১, ১২, ও ১৮ নম্বর ক্যাম্প। রোহিঙ্গা শরণার্থীদের এই দলটি আজ (রোববার) ভাসানচরের উদ্দেশ্যে বাসে করে রওনা দিয়ে চট্টগ্রাম যাবে। সেখান থেকে সমুদ্রপথে জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
কাল কুতুপালং-১ ইস্ট, ২ ইস্ট এবং ২ ওয়েস্ট ক্যাম্প থেকে আরও প্রায় এক হাজার রোহিঙ্গা শরণার্থীর পৃথক একটি দল ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেবে। তাদের শনিবার বিকালে ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসা হয়েছে।