রাজশাহীতে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
রাজশাহী ব্যুরো
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আগামী ১ মার্চ বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশের অনুমতি মেলেনি। বিএনপির নেতারা বলছেন, তারা ১৬ ফেব্র“য়ারি নগরীর তিনটি স্থানের নাম উল্লেখ করে সমাবেশের অনুমতি চেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাছে লিখিত আবেদন দিয়েছেন। সোমবার দুপুরে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে বিএনপির নেতাদের দপ্তরে ডেকে নিয়ে আলোচনা করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম। তবে এদিন বিকাল পর্যন্ত পুলিশ স্পষ্ট করে কিছু বলেনি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) আবু কালাম সিদ্দিক বলেন, চলমান কোভিড পরিস্থিতিতে বড় ধরনের জমায়েতের অনুমতি দেওয়া যাবে কি না-তা কর্তৃপক্ষ ভেবে দেখছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রাজশাহী মহানগর পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু বলেন, আমরা নগরীর তিনটি স্থানের যেকোনো একটিতে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছি। এগুলোর মধ্যে রয়েছে সাগরতলা বটতলা মোড়, রানীবাজার বাটার মোড় সড়ক ও সাহেব বাজার জিরো পয়েন্টসংলগ্ন বড় মসজিদ প্রাঙ্গণ। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখেই আমরা এসব স্থানে সমাবেশের অনুমতি চেয়েছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজশাহীতে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
আগামী ১ মার্চ বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশের অনুমতি মেলেনি। বিএনপির নেতারা বলছেন, তারা ১৬ ফেব্র“য়ারি নগরীর তিনটি স্থানের নাম উল্লেখ করে সমাবেশের অনুমতি চেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাছে লিখিত আবেদন দিয়েছেন। সোমবার দুপুরে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে বিএনপির নেতাদের দপ্তরে ডেকে নিয়ে আলোচনা করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম। তবে এদিন বিকাল পর্যন্ত পুলিশ স্পষ্ট করে কিছু বলেনি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) আবু কালাম সিদ্দিক বলেন, চলমান কোভিড পরিস্থিতিতে বড় ধরনের জমায়েতের অনুমতি দেওয়া যাবে কি না-তা কর্তৃপক্ষ ভেবে দেখছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রাজশাহী মহানগর পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু বলেন, আমরা নগরীর তিনটি স্থানের যেকোনো একটিতে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছি। এগুলোর মধ্যে রয়েছে সাগরতলা বটতলা মোড়, রানীবাজার বাটার মোড় সড়ক ও সাহেব বাজার জিরো পয়েন্টসংলগ্ন বড় মসজিদ প্রাঙ্গণ। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখেই আমরা এসব স্থানে সমাবেশের অনুমতি চেয়েছি।