সরকারি তেল চুরি, গ্রেফতার ১২
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মানদীতে সরকারি তেল বহনকারী একটি কার্গো জাহাজ থেকে তেল চুরির দায়ে চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে নৌপুলিশ। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে হরিরামপুর থানায় মামলা করেছেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ঢাকা অঞ্চলের ব্যবস্থাপক সৈয়দ শফিকুর রহমান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, কার্গো জাহাজটিতে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সরকারি এক লাখ ৮৩ হাজার ৯৪৯ লিটার পেট্রল ও পাঁচ লাখ ৪৪ হাজার ৬০৪ লিটার ডিজেল ছিল।
চট্টগ্রাম অয়েল ডিপো থেকে সোমবার সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপোর উদ্দেশে রওনা দেয়। কার্গোটি মঙ্গলবার বিকাল ৫টার দিকে হরিরামপুরের ধুলসুড়া এলাকায় পদ্মানদীতে পৌঁছে। এ সময় ওই জাহাজের কয়েকজন কর্মচারী ও তেল চোর চক্রের সদস্যরা তেল চুরি করে একটি ট্রলারে ওঠানো শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতোয়ালি নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তেল চুরির সময় ওই ১২ জনকে আটক করে। বাকি সাতজন ট্রলার নিয়ে পালিয়ে যায়। এ সময় চুরি করা ৭০০ লিটার পেট্রল, ৭০ হাজার টাকা ও একটি নৌকা জব্দ করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সরকারি তেল চুরি, গ্রেফতার ১২
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মানদীতে সরকারি তেল বহনকারী একটি কার্গো জাহাজ থেকে তেল চুরির দায়ে চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে নৌপুলিশ। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে হরিরামপুর থানায় মামলা করেছেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ঢাকা অঞ্চলের ব্যবস্থাপক সৈয়দ শফিকুর রহমান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, কার্গো জাহাজটিতে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সরকারি এক লাখ ৮৩ হাজার ৯৪৯ লিটার পেট্রল ও পাঁচ লাখ ৪৪ হাজার ৬০৪ লিটার ডিজেল ছিল।
চট্টগ্রাম অয়েল ডিপো থেকে সোমবার সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপোর উদ্দেশে রওনা দেয়। কার্গোটি মঙ্গলবার বিকাল ৫টার দিকে হরিরামপুরের ধুলসুড়া এলাকায় পদ্মানদীতে পৌঁছে। এ সময় ওই জাহাজের কয়েকজন কর্মচারী ও তেল চোর চক্রের সদস্যরা তেল চুরি করে একটি ট্রলারে ওঠানো শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতোয়ালি নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তেল চুরির সময় ওই ১২ জনকে আটক করে। বাকি সাতজন ট্রলার নিয়ে পালিয়ে যায়। এ সময় চুরি করা ৭০০ লিটার পেট্রল, ৭০ হাজার টাকা ও একটি নৌকা জব্দ করা হয়।