এজেন্ট ব্যাংকিংয়ের ছিনতাই হওয়া টাকা উদ্ধার : আটক ৩
যশোর ব্যুরো
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
যশোর নাভারনে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ছিনতাই হওয়া প্রায় আট লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত তিনজনকে বৃহস্পতিবার ভোরে বেনাপোল থানার ভবেরবেড় ও বড়আঁচড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ছিনতাই কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ও ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন বেনাপোল থানার সাদিপুর গ্রামের আহসানের ছেলে সুজন (২৫), তৈয়ব মোড়লের ছেলে আনোয়ার (২৫) ও ভবেরবেড় এলাকার নুরুর ছেলে নোমান (১৯)।
নিজ দপ্তরে বৃহস্পতিবার বিকালে প্রেস বিফ্রিংয়ে যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, বুধবার বেলা ১১টার দিকে মেসার্স শরীফ ট্রেডার্সের কর্মী শিমুল হোসেন টুটুল ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ১৩ লাখ ৮০ হাজার টাকা বেনাপোলে ব্যাংকে জমা দিতে যান। এর মধ্যে এজেন্ট মালিক শরীফ ফোনে তার কর্মীকে ছয় লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে বাকি টাকা ফেরত আনতে বলেন। টাকা ফেরত আনার পথে যশোর-বেনাপোল মহাসড়কের মাঠপাড়া এলাকায় ছিনতাইকারীরা টুটুলের কাছ থেকে ওই টাকা ও ব্যবহৃত স্মার্টফোন ছিনিয়ে নেয়। ছিনতাই ও অস্ত্র উদ্ধারের ঘটনায় শার্শা ও বেনাপোল থানায় পৃথক মামলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এজেন্ট ব্যাংকিংয়ের ছিনতাই হওয়া টাকা উদ্ধার : আটক ৩
যশোর নাভারনে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ছিনতাই হওয়া প্রায় আট লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত তিনজনকে বৃহস্পতিবার ভোরে বেনাপোল থানার ভবেরবেড় ও বড়আঁচড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ছিনতাই কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ও ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন বেনাপোল থানার সাদিপুর গ্রামের আহসানের ছেলে সুজন (২৫), তৈয়ব মোড়লের ছেলে আনোয়ার (২৫) ও ভবেরবেড় এলাকার নুরুর ছেলে নোমান (১৯)।
নিজ দপ্তরে বৃহস্পতিবার বিকালে প্রেস বিফ্রিংয়ে যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, বুধবার বেলা ১১টার দিকে মেসার্স শরীফ ট্রেডার্সের কর্মী শিমুল হোসেন টুটুল ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ১৩ লাখ ৮০ হাজার টাকা বেনাপোলে ব্যাংকে জমা দিতে যান। এর মধ্যে এজেন্ট মালিক শরীফ ফোনে তার কর্মীকে ছয় লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে বাকি টাকা ফেরত আনতে বলেন। টাকা ফেরত আনার পথে যশোর-বেনাপোল মহাসড়কের মাঠপাড়া এলাকায় ছিনতাইকারীরা টুটুলের কাছ থেকে ওই টাকা ও ব্যবহৃত স্মার্টফোন ছিনিয়ে নেয়। ছিনতাই ও অস্ত্র উদ্ধারের ঘটনায় শার্শা ও বেনাপোল থানায় পৃথক মামলা হয়েছে।