চট্টগ্রামে জেল সুপারসহ ৪ জনের নামে অভিযোগ
হাজতিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার চেষ্টা
চট্টগ্রাম ব্যুরো
০২ মার্চ ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম কারাগারে এক হাজতিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে জেল সুপারসহ চারজনকে অভিযুক্ত করে চট্টগ্রামের আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতির স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ এ অভিযোগ করেন। আদালত অভিযোগটির ওপর শুনানি করলেও এটি মামলা হিসাবে গ্রহণ করা বা না করার বিষয়ে কোনো আদেশ দেননি। বাদীপক্ষের আইনজীবী ভুলন ভৌমিক জানান, অভিযোগ দাখিল করেছি। তবে আদালত কোনো আদেশ দেননি।
এ মামলায় সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিশ্বেশ্বর ভট্টাচার্যের ছেলে রতন ভট্টাচার্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানার এক সহকারী সার্জনকে বিবাদী করা হয়েছে। ঝর্ণার অভিযোগ, গত বছরের ১৫ ডিসেম্বর তার স্বামী রূপম কান্তি নাথ সুস্থ অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যান। এ বছরের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রূপমকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যার চেষ্টা করা হয়। তিনি অভিযোগ করেন, একটি বিষয়ে সম্মতি আদায় করতে না পারায় তাকে (রূপম) হত্যা চেষ্টা করা হয়। হাজতি রূপমের সঙ্গে দেখা করেন ঝর্ণার আইনজীবী ভুলন। এরপর রূপমের উন্নত চিকিৎসার নির্দেশনা দেওয়ার জন্য মহানগর জজ আদালতে আবেদন করেন আইনজীবী। আদালত আবেদন মঞ্জুর করলে রোববার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হাজতিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার চেষ্টা
চট্টগ্রামে জেল সুপারসহ ৪ জনের নামে অভিযোগ
চট্টগ্রাম কারাগারে এক হাজতিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে জেল সুপারসহ চারজনকে অভিযুক্ত করে চট্টগ্রামের আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতির স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ এ অভিযোগ করেন। আদালত অভিযোগটির ওপর শুনানি করলেও এটি মামলা হিসাবে গ্রহণ করা বা না করার বিষয়ে কোনো আদেশ দেননি। বাদীপক্ষের আইনজীবী ভুলন ভৌমিক জানান, অভিযোগ দাখিল করেছি। তবে আদালত কোনো আদেশ দেননি।
এ মামলায় সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিশ্বেশ্বর ভট্টাচার্যের ছেলে রতন ভট্টাচার্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানার এক সহকারী সার্জনকে বিবাদী করা হয়েছে। ঝর্ণার অভিযোগ, গত বছরের ১৫ ডিসেম্বর তার স্বামী রূপম কান্তি নাথ সুস্থ অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যান। এ বছরের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রূপমকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যার চেষ্টা করা হয়। তিনি অভিযোগ করেন, একটি বিষয়ে সম্মতি আদায় করতে না পারায় তাকে (রূপম) হত্যা চেষ্টা করা হয়। হাজতি রূপমের সঙ্গে দেখা করেন ঝর্ণার আইনজীবী ভুলন। এরপর রূপমের উন্নত চিকিৎসার নির্দেশনা দেওয়ার জন্য মহানগর জজ আদালতে আবেদন করেন আইনজীবী। আদালত আবেদন মঞ্জুর করলে রোববার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।