শাল্লায় লুটপাটের ঘটনায় দুই ওসির বিরুদ্ধে ব্যবস্থা
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু-অধ্যুষিত গ্রাম নোয়াগাঁওয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুই ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার দায়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে সাময়িক বরখাস্ত ও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে বদলি করা হয়েছে মৌলভীবাজারে। পুলিশ সুপার মিজানুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ হেডকোয়ার্টার থেকে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছিল। উল্লেখ্য, ফেসবুকের একটি পোস্ট নিয়ে দুষ্কৃতকারীরা গত ১৭ মার্চ ওই গ্রামে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ১৮ মার্চ থানায় দুটি পৃথক মামলা হয়। মামলা দুটি করেন শাল্লা থানার এসআই আব্দুল করিম ও গ্রামবাসীর পক্ষে স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শাল্লায় লুটপাটের ঘটনায় দুই ওসির বিরুদ্ধে ব্যবস্থা
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু-অধ্যুষিত গ্রাম নোয়াগাঁওয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুই ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার দায়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে সাময়িক বরখাস্ত ও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে বদলি করা হয়েছে মৌলভীবাজারে। পুলিশ সুপার মিজানুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ হেডকোয়ার্টার থেকে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছিল। উল্লেখ্য, ফেসবুকের একটি পোস্ট নিয়ে দুষ্কৃতকারীরা গত ১৭ মার্চ ওই গ্রামে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ১৮ মার্চ থানায় দুটি পৃথক মামলা হয়। মামলা দুটি করেন শাল্লা থানার এসআই আব্দুল করিম ও গ্রামবাসীর পক্ষে স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল।