কুমিল্লায় সহিংসতায় আহত একজনের মৃত্যু
নগরীর নানুয়ার দিঘিরপাড়ে পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার ঘটনায় সহিংসতায় আহত দিলীপ দাস (৬২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৃহস্পতিবার গভীর রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। দিলীপ দাস নগরীর কোতোয়ালি থানার সামনে লন্ড্রির কাজ করতেন বলে জানা গেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া শুক্রবার সকালে বলেন, কুমিল্লার সহিংসতায় আহত দিলীপ দাসকে ১৩ অক্টোবর রাত দেড়টার দিকে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৫ অক্টোবর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। দিলীপের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ কুমিল্লায় পাঠানো হবে। ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের ওই মণ্ডপে পবিত্র কুরআনের একটি কপি ফেলে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সহিংসতার সৃষ্টি হয়। হামলাকারীদের ইটের দিলীপ দাস গুরুতর আহত হন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় সহিংসতায় আহত একজনের মৃত্যু
নগরীর নানুয়ার দিঘিরপাড়ে পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার ঘটনায় সহিংসতায় আহত দিলীপ দাস (৬২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৃহস্পতিবার গভীর রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। দিলীপ দাস নগরীর কোতোয়ালি থানার সামনে লন্ড্রির কাজ করতেন বলে জানা গেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া শুক্রবার সকালে বলেন, কুমিল্লার সহিংসতায় আহত দিলীপ দাসকে ১৩ অক্টোবর রাত দেড়টার দিকে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৫ অক্টোবর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। দিলীপের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ কুমিল্লায় পাঠানো হবে। ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের ওই মণ্ডপে পবিত্র কুরআনের একটি কপি ফেলে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সহিংসতার সৃষ্টি হয়। হামলাকারীদের ইটের দিলীপ দাস গুরুতর আহত হন।