বাবাকে চেয়ারম্যান পদে জেতাতে ভোটের মাঠে নায়ক সাইমন
তৃতীয় ধাপের ইউপি নির্বাচন
কিশোরগঞ্জ ব্যুরো
১৭ নভেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রিয় জন্মভূমির চিরচেনা পাকা ও কাঁচা মেঠোপথ ধরে এ গ্রাম থেকে ও গ্রামে বিরামহীন ছুটে চলছেন খ্যাতিমান চলচ্চিত্র নায়ক সাইমন। তবে সিনেমার কোনো শুটিংয়ের কাজে নয়। এবার তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবাকে জেতাতে গ্রামের বাড়িতে থেকে এভাবেই দিনরাত সময় ব্যয় করছেন।
এমন গণসংযোগের সুবাদে তাকে এক নজর দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সের কৌতূহলী নারী-পুরুষ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিকের এমন প্রচারণা ও গণসংযোগ এখন টক অব দ্য কিশোরগঞ্জ।
জানা গেছে, সাইমনের বাবা মো. সাদেকুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বাবাকে বিজয়ী করার লক্ষ্যেই সাইমন দিন-রাত নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন।
বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে সাধারণ মানুষের ভাগ্যের চাকাও ঘুরবে- এমন পরিবর্তনের আশ্বাস দিয়ে পাড়া-মহল্লার প্রতিটি ঘরে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন তিনি।
বাবার নির্বাচনি প্রচারের জন্য সাইমন নিজে ‘বায়া দে’ শিরোনামে একটি গানও লিখেছেন। গানে কণ্ঠ দিয়েছেন ও মিউজিক করেছেন তারই বন্ধু শাহরিয়ার রাফাত।
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে মহিনন্দ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক সাইমনের বাবা মো. ছাদেকুর রহমান। দীর্ঘ বিরতির পর আবারও রাজনীতিতে ফিরেছেন সাইমনের বাবা মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান। সামাজিক বন্ধন ঠিক রেখে সুস্থ রাজনীতির জন্য তার বেশ সুনামও রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তৃতীয় ধাপের ইউপি নির্বাচন
বাবাকে চেয়ারম্যান পদে জেতাতে ভোটের মাঠে নায়ক সাইমন
প্রিয় জন্মভূমির চিরচেনা পাকা ও কাঁচা মেঠোপথ ধরে এ গ্রাম থেকে ও গ্রামে বিরামহীন ছুটে চলছেন খ্যাতিমান চলচ্চিত্র নায়ক সাইমন। তবে সিনেমার কোনো শুটিংয়ের কাজে নয়। এবার তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবাকে জেতাতে গ্রামের বাড়িতে থেকে এভাবেই দিনরাত সময় ব্যয় করছেন।
এমন গণসংযোগের সুবাদে তাকে এক নজর দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সের কৌতূহলী নারী-পুরুষ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিকের এমন প্রচারণা ও গণসংযোগ এখন টক অব দ্য কিশোরগঞ্জ।
জানা গেছে, সাইমনের বাবা মো. সাদেকুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বাবাকে বিজয়ী করার লক্ষ্যেই সাইমন দিন-রাত নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন।
বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে সাধারণ মানুষের ভাগ্যের চাকাও ঘুরবে- এমন পরিবর্তনের আশ্বাস দিয়ে পাড়া-মহল্লার প্রতিটি ঘরে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন তিনি।
বাবার নির্বাচনি প্রচারের জন্য সাইমন নিজে ‘বায়া দে’ শিরোনামে একটি গানও লিখেছেন। গানে কণ্ঠ দিয়েছেন ও মিউজিক করেছেন তারই বন্ধু শাহরিয়ার রাফাত।
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে মহিনন্দ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক সাইমনের বাবা মো. ছাদেকুর রহমান। দীর্ঘ বিরতির পর আবারও রাজনীতিতে ফিরেছেন সাইমনের বাবা মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান। সামাজিক বন্ধন ঠিক রেখে সুস্থ রাজনীতির জন্য তার বেশ সুনামও রয়েছে।