নোবিপ্রবি ছাত্রের ঘাতক ট্রাক চালক গ্রেফতার
ট্রাকচাপায় ছাত্র নিহত
নোয়াখালী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের ছাত্র অজয় মজুমদার (২৩) নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক মামুন আলীকে (৫০) আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকা থেকে তাকে আটক করে। মামুন আলী চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি এলাকার রিপলো ড্রাইভার বাড়ির জাবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার সোনাপুর বাস স্ট্যান্ডে মঙ্গলবার দুপুরে সোনাপুর বাজারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অজয়কে চাপা দিয়ে ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক। পরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গাড়িসহ চালককে আটকে অভিযানে নামে পুলিশ। অভিযানকালে রাতে তার গাড়িটি (চুয়াডাঙ্গা-ট ১১-০৮৪৪) শনাক্ত করে গাড়িসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের দেওয়া ২৪ ঘণ্টার মধ্যেই চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ট্রাক চাপা দিয়ে অজয়কে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনাপুর জিরো পয়েন্টে প্রায় ২ ঘণ্টা ও পরে মাইজদী টাউন হল মোড়ে আরও প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সন্ধ্যায় জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাকসহ চালককে ২৪ ঘণ্টার মধ্যে আটকের আশ্বাস দিলে ছাত্ররা সরে যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাকচাপায় ছাত্র নিহত
নোবিপ্রবি ছাত্রের ঘাতক ট্রাক চালক গ্রেফতার
ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের ছাত্র অজয় মজুমদার (২৩) নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক মামুন আলীকে (৫০) আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকা থেকে তাকে আটক করে। মামুন আলী চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি এলাকার রিপলো ড্রাইভার বাড়ির জাবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার সোনাপুর বাস স্ট্যান্ডে মঙ্গলবার দুপুরে সোনাপুর বাজারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অজয়কে চাপা দিয়ে ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক। পরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গাড়িসহ চালককে আটকে অভিযানে নামে পুলিশ। অভিযানকালে রাতে তার গাড়িটি (চুয়াডাঙ্গা-ট ১১-০৮৪৪) শনাক্ত করে গাড়িসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের দেওয়া ২৪ ঘণ্টার মধ্যেই চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ট্রাক চাপা দিয়ে অজয়কে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনাপুর জিরো পয়েন্টে প্রায় ২ ঘণ্টা ও পরে মাইজদী টাউন হল মোড়ে আরও প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সন্ধ্যায় জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাকসহ চালককে ২৪ ঘণ্টার মধ্যে আটকের আশ্বাস দিলে ছাত্ররা সরে যায়।