নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালীতে বিয়ের আশ্বাসে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র?্যাব। তার নাম রবিউল ইসলাম রাব্বী (২১)। তিনি সদর উপজেলার আবুল কাশেমের ছেলে। রোববার সন্ধ্যায় র?্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বেগমগঞ্জ থানার ১১নং দুর্গাপুর ইউপির রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে রাব্বীকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ওই শিক্ষার্থীর সঙ্গে অভিযুক্ত রাব্বীর আগে থেকেই সম্পর্ক ছিল। বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে বিয়ের আশ্বাসে তুলে নিয়ে যায় সে। পরে বেগমগঞ্জ থানার দুর্গাপুর ইউপির রাজাপুর গ্রামে নিয়ে ধর্ষণ করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
নোয়াখালীতে বিয়ের আশ্বাসে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র?্যাব। তার নাম রবিউল ইসলাম রাব্বী (২১)। তিনি সদর উপজেলার আবুল কাশেমের ছেলে। রোববার সন্ধ্যায় র?্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বেগমগঞ্জ থানার ১১নং দুর্গাপুর ইউপির রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে রাব্বীকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ওই শিক্ষার্থীর সঙ্গে অভিযুক্ত রাব্বীর আগে থেকেই সম্পর্ক ছিল। বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে বিয়ের আশ্বাসে তুলে নিয়ে যায় সে। পরে বেগমগঞ্জ থানার দুর্গাপুর ইউপির রাজাপুর গ্রামে নিয়ে ধর্ষণ করে।