জকিগঞ্জে দুই রিটার্নিং কর্মকর্তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিলেটের জকিগঞ্জের ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দুই রিটার্নিং কর্মকর্তা শাদমান সাকীব ও আরিফুল হককে দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে পুলিশের চাওয়া ৫দিনের রিমান্ড শুনানি শেষে বিজ্ঞ বিচারক শ্যাম কান্ত সিনহা তাদেরকে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন সিএসআই নুর হোসেন এবং আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন ও অ্যাডভোকেট কাওসার রশিদ বাহার।
শুনানি শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার ওসি তদন্ত সুমন চন্দ সরকার।
অন্যদিকে দুই রিটার্নিং কর্মকর্তাকে আদালতে হাজির করার খবরে সোমবার সকাল থেকে আদালত প্রাঙ্গণে এসে জড়ো হয়ে বিক্ষোভ করেন ইউপি নির্বাচনের প্রায় অর্ধশত প্রার্থী। বিক্ষুব্ধ প্রার্থী ও সাধারণ মানুষ শাদমান সাকীব ও আরিফুল হকের শাস্তি চেয়ে নানা স্লোগান দিয়ে পুননির্বাচনের দাবি জানান।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি ভোটের দিন বিকাল ৩টা ৪০ মিনিটে জকিগঞ্জের মরিচা ভোট কেন্দ্রের সামনে থেকে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সিল দেওয়া ও খালি ব্যালট পেপারসহ ধরা পড়েন রিটার্নিং কর্মকর্তা শাদমান সাকীব ও আরিফুল হক। তাৎক্ষণিক কাজলসার ইউপি ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জকিগঞ্জে দুই রিটার্নিং কর্মকর্তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সিলেটের জকিগঞ্জের ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দুই রিটার্নিং কর্মকর্তা শাদমান সাকীব ও আরিফুল হককে দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে পুলিশের চাওয়া ৫দিনের রিমান্ড শুনানি শেষে বিজ্ঞ বিচারক শ্যাম কান্ত সিনহা তাদেরকে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন সিএসআই নুর হোসেন এবং আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন ও অ্যাডভোকেট কাওসার রশিদ বাহার।
শুনানি শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার ওসি তদন্ত সুমন চন্দ সরকার।
অন্যদিকে দুই রিটার্নিং কর্মকর্তাকে আদালতে হাজির করার খবরে সোমবার সকাল থেকে আদালত প্রাঙ্গণে এসে জড়ো হয়ে বিক্ষোভ করেন ইউপি নির্বাচনের প্রায় অর্ধশত প্রার্থী। বিক্ষুব্ধ প্রার্থী ও সাধারণ মানুষ শাদমান সাকীব ও আরিফুল হকের শাস্তি চেয়ে নানা স্লোগান দিয়ে পুননির্বাচনের দাবি জানান।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি ভোটের দিন বিকাল ৩টা ৪০ মিনিটে জকিগঞ্জের মরিচা ভোট কেন্দ্রের সামনে থেকে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সিল দেওয়া ও খালি ব্যালট পেপারসহ ধরা পড়েন রিটার্নিং কর্মকর্তা শাদমান সাকীব ও আরিফুল হক। তাৎক্ষণিক কাজলসার ইউপি ভোটগ্রহণ স্থগিত করা হয়।