পূর্ব বিরোধের জের : সিংড়ায় দুই হাতের চার আঙুল কর্তন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পতিপক্ষের হামলায় নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়নের রাতাল গ্রামে খোরশেদ আলম খসরু নামের এক ব্যক্তির দুই হাতের চারটি আঙুল কাটা পড়েছে। পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। খসরুকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কৃষক মহির প্রামাণিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ওই গ্রামের আব্দুর রশিদ হত্যা মামলার অন্যতম আসামি খসরু বর্তমানে ঢাকায় থাকেন। মঙ্গলবার নাটোর কোর্টে ওই মামলার হাজিরা দিয়ে গ্রামের বাড়ি আসার পথে প্রতিপক্ষ সবুজসহ কয়েকজন তার ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় তার দুই হাতের চারটি আঙুল কাটা পড়ে।
ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, সিংড়া পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পূর্ব বিরোধের জের : সিংড়ায় দুই হাতের চার আঙুল কর্তন
পতিপক্ষের হামলায় নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়নের রাতাল গ্রামে খোরশেদ আলম খসরু নামের এক ব্যক্তির দুই হাতের চারটি আঙুল কাটা পড়েছে। পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। খসরুকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কৃষক মহির প্রামাণিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ওই গ্রামের আব্দুর রশিদ হত্যা মামলার অন্যতম আসামি খসরু বর্তমানে ঢাকায় থাকেন। মঙ্গলবার নাটোর কোর্টে ওই মামলার হাজিরা দিয়ে গ্রামের বাড়ি আসার পথে প্রতিপক্ষ সবুজসহ কয়েকজন তার ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় তার দুই হাতের চারটি আঙুল কাটা পড়ে।
ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, সিংড়া পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।