চবিতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ, ক্লাস চলবে
করোনা সংক্রমণ
চট্টগ্রাম ব্যুরো
১৯ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সশরীরে এবং অনলাইনে ক্লাস-পরীক্ষা ও অন্যান্য শিক্ষা-কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল ইসলাম।
তিনি যুগান্তরকে বলেন, সম্প্রতি চট্টগ্রামসহ দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রয়োজনে অনলাইনেও ক্লাস নিতে পারবে বিভাগগুলো। শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও শাটল ট্রেন স্বাভাবিক নিয়মেই চলবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনা সংক্রমণ
চবিতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ, ক্লাস চলবে
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সশরীরে এবং অনলাইনে ক্লাস-পরীক্ষা ও অন্যান্য শিক্ষা-কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল ইসলাম।
তিনি যুগান্তরকে বলেন, সম্প্রতি চট্টগ্রামসহ দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রয়োজনে অনলাইনেও ক্লাস নিতে পারবে বিভাগগুলো। শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও শাটল ট্রেন স্বাভাবিক নিয়মেই চলবে।