দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ডে গম চোরদের হানা
নিরাপত্তাকর্মীদের ফাঁকা গুলি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ডে হানা দিয়েছিল গম চোর। বিষয়টি আঁচ করতে পেরে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন নিরাপত্তাকর্মীরা। এ সময় চোরের দল পালিয়ে যায়। মঙ্গলবার রাতে রেলবন্দরের ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে ৭ বস্তা গম উদ্ধার করেছেন নিরাপত্তা কর্মীরা। বুধবার দুপুরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দর্শনা সার্কেলের ইনচার্জ ইনস্পেকটর হাসান শিহাবুল ইসলাম দর্শনা থানায় ১০ চোরের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। এজাহারনামীয় আসামিরা হলেন দর্শনা শান্তিপাড়ার টুকু মিয়ার ছেলে জসিম, পিরু মিয়ার ছেলে মামুন, আব্বাস আলীর ছেলে ইউনুছ, জসিমের ছেলে নাদিম, চুন্নু মিয়ার ছেলে সেহেল, ইদ্রীস ফকিরের ছেলে সুমন (রয়রা), আনোয়ারপুর হঠাৎপাড়ার আব্দুল জব্বারের ছেলে সুলতান, নাসিরের ছেলে হাসান ও আনন্দবাজারের বিল্লাল হোসেনের ছেলে তনু।
রেল কর্তৃপক্ষ জানায়, ভারত থেকে আমদানি করা গম দর্শনা ইয়ার্ডে এসে পৌঁছায়। দুর্বৃত্তরা রেলের ওয়াগন ভেঙে গম লুট করতে হানা দেয়। দর্শনা থানার ওসি লুৎফুল কবীর জানান, চোরদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিরাপত্তাকর্মীদের ফাঁকা গুলি
দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ডে গম চোরদের হানা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ডে হানা দিয়েছিল গম চোর। বিষয়টি আঁচ করতে পেরে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন নিরাপত্তাকর্মীরা। এ সময় চোরের দল পালিয়ে যায়। মঙ্গলবার রাতে রেলবন্দরের ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে ৭ বস্তা গম উদ্ধার করেছেন নিরাপত্তা কর্মীরা। বুধবার দুপুরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দর্শনা সার্কেলের ইনচার্জ ইনস্পেকটর হাসান শিহাবুল ইসলাম দর্শনা থানায় ১০ চোরের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। এজাহারনামীয় আসামিরা হলেন দর্শনা শান্তিপাড়ার টুকু মিয়ার ছেলে জসিম, পিরু মিয়ার ছেলে মামুন, আব্বাস আলীর ছেলে ইউনুছ, জসিমের ছেলে নাদিম, চুন্নু মিয়ার ছেলে সেহেল, ইদ্রীস ফকিরের ছেলে সুমন (রয়রা), আনোয়ারপুর হঠাৎপাড়ার আব্দুল জব্বারের ছেলে সুলতান, নাসিরের ছেলে হাসান ও আনন্দবাজারের বিল্লাল হোসেনের ছেলে তনু।
রেল কর্তৃপক্ষ জানায়, ভারত থেকে আমদানি করা গম দর্শনা ইয়ার্ডে এসে পৌঁছায়। দুর্বৃত্তরা রেলের ওয়াগন ভেঙে গম লুট করতে হানা দেয়। দর্শনা থানার ওসি লুৎফুল কবীর জানান, চোরদের গ্রেফতারে অভিযান চলছে।