কাউন্সিলর রাজীবের দুর্নীতি মামলার তদন্ত শেষ করার নির্দেশ
যুগান্তর প্রতিবেদন
২৭ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার তদন্ত যথাসম্ভব দ্রুত অথবা ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
ভার্চুয়ালি আদালতে তারেকুজ্জামান রাজীবের পক্ষে শুনানি করেন আইনজীবী শিউলি খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। পরে একেএম আমিন উদ্দিন মানিক বলেন, রাজীবের আইনজীবী আদালতে জানিয়েছেন, তারা জামিন আবেদনটি চালাতে চান না। এরপর আদালত ননপ্রসিকিউশন করে দ্রুত শেষ করতে দুদককে নির্দেশ দেন।
শুদ্ধি অভিযানের সময় ২০১৯ সালের ১৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘সুলতান’ খ্যাত কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করে র্যাব। এরপর একই বছরের ৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করেন। সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাউন্সিলর রাজীবের দুর্নীতি মামলার তদন্ত শেষ করার নির্দেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার তদন্ত যথাসম্ভব দ্রুত অথবা ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
ভার্চুয়ালি আদালতে তারেকুজ্জামান রাজীবের পক্ষে শুনানি করেন আইনজীবী শিউলি খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। পরে একেএম আমিন উদ্দিন মানিক বলেন, রাজীবের আইনজীবী আদালতে জানিয়েছেন, তারা জামিন আবেদনটি চালাতে চান না। এরপর আদালত ননপ্রসিকিউশন করে দ্রুত শেষ করতে দুদককে নির্দেশ দেন।
শুদ্ধি অভিযানের সময় ২০১৯ সালের ১৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘সুলতান’ খ্যাত কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করে র্যাব। এরপর একই বছরের ৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করেন। সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করা হয়।