গোয়ালন্দে অজ্ঞান করে অটো চুরি, চালকের মৃত্যু
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ীর গোয়ালন্দে ইসমাইল শেখ নামের এক চালককে অজ্ঞান করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে ওই চালক চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মারা যাওয়া চালক উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার সৈয়দ আলী শেখের ছেলে। ইসমাইলের এ মৃত্যুতে তার স্ত্রী সাহানা বেগম শিশু দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
ইসমাইল শেখের ছোট ভাইয়ের স্ত্রী বন্যা খাতুন জানান, তার ভাসুর (ইসমাইল) বুধবার বেলা ৩টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বিকাল ৪টার দিকে আমরা খবর পাই তিনি উপজেলার সামনে মহাসড়কের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং তার অটোরিকশাটি নেই। আমরা স্থানীয়দের সহায়তায় তাকে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে আসি। অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গোয়ালন্দে অজ্ঞান করে অটো চুরি, চালকের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দে ইসমাইল শেখ নামের এক চালককে অজ্ঞান করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে ওই চালক চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মারা যাওয়া চালক উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার সৈয়দ আলী শেখের ছেলে। ইসমাইলের এ মৃত্যুতে তার স্ত্রী সাহানা বেগম শিশু দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
ইসমাইল শেখের ছোট ভাইয়ের স্ত্রী বন্যা খাতুন জানান, তার ভাসুর (ইসমাইল) বুধবার বেলা ৩টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বিকাল ৪টার দিকে আমরা খবর পাই তিনি উপজেলার সামনে মহাসড়কের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং তার অটোরিকশাটি নেই। আমরা স্থানীয়দের সহায়তায় তাকে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে আসি। অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।