হাসপাতালে নেওয়ার পথে স্বামীর মৃত্যু
সালথায় দম্পতির বিষপান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের সালথায় স্বামী-স্ত্রী বিষপান করার পর বুধবার রাতে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে স্বামী শাহাদত সরদারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী উত্তরপাড়ায়। শাহাদাত সরদার ওই গ্রামের আলিম সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শাহাদাত সরদার ও তার স্ত্রী বিষ পান করেন। তাদের পাশের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে স্ত্রী সুস্থ হয়ে উঠলেও স্বামী শাহাদতের অবস্থার অবনতি হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় বুধবার রাতে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বৃহস্পতিবার ফরিদপুর মর্গে পাঠানো
হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সালথায় দম্পতির বিষপান
হাসপাতালে নেওয়ার পথে স্বামীর মৃত্যু
ফরিদপুরের সালথায় স্বামী-স্ত্রী বিষপান করার পর বুধবার রাতে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে স্বামী শাহাদত সরদারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী উত্তরপাড়ায়। শাহাদাত সরদার ওই গ্রামের আলিম সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শাহাদাত সরদার ও তার স্ত্রী বিষ পান করেন। তাদের পাশের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে স্ত্রী সুস্থ হয়ে উঠলেও স্বামী শাহাদতের অবস্থার অবনতি হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় বুধবার রাতে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বৃহস্পতিবার ফরিদপুর মর্গে পাঠানো
হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।