Logo
Logo
×

খবর

রাবিপ্রবি উপাচার্যের দায়িত্ব নিচ্ছেন না ড. ফারুক

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উপাচার্যের দায়িত্ব নিচ্ছেন না ড. আবদুল্লাহ আল ফারুক। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়টির ডিন নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, ২৩ মার্চ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদে তাকে উপাচার্য হিসাবে নিয়োগ দেয় সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মাসুদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি হয়। এতে বলা হয়, তিনি রাবিপ্রবিতে উপাচার্য হিসাবে যোগদানের তারিখ থেকে চার বছর দায়িত্ব পালন করবেন। তবে প্রযোজ্যক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে ফিরে গিয়ে অবসর নেওয়ার আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উপাচার্যের অবশিষ্ট মেয়াদ পূর্ণ করবেন। কিন্তু ২৯ মার্চ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ দায়িত্ব নিতে অপারগতা জানান তিনি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাবিপ্রবি উপউপাচার্য ড. কাঞ্চন চাকমা।

এ ব্যাপারে ড. ফারুক জানান, প্রথমে আমি দায়িত্ব নিতে খুব আগ্রহী ছিলাম। কিন্তু পারিবারিক কিছু কারণে এ কঠিন দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না।

রাবিপ্রবি উপাচার্য পদে ২০১৪ সালে প্রথম নিয়োগ পান প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এরপর ২০১৮ সালে আবার দ্বিতীয় মেয়াদ শেষে ৪ ফেব্রুয়ারি বিদায় নেন তিনি। আইনি সুযোগ না থাকায় তাকে তৃতীয় মেয়াদে উপাচার্য নিয়োগ দিতে পারেনি সরকার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম