ব্রিটিশ বাংলাদেশি আকি রহমানের এভারেস্ট জয়
ব্রিটিশ বাংলাদেশি আখলাকুর রহমান ওরফে আকি রহমান পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। ব্রিটিশ বাংলাদেশি হিসাবে এভারেস্টজয়ী প্রথম ব্যক্তি তিনি। আকি ব্রিটেনের ম্যানচেস্টার এলাকার ওল্ডহামের বাসিন্দা। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত ইছকন্দর আলীর ছেলে আকি রহমান।
আকি রহমানের খালাতো ভাই শামীনুর রহমান জানান, শুক্রবার সকালে আকি রহমান এভারেস্টের চূড়ায় ওঠেন। নেপাল থেকে তাকে এ তথ্য নিশ্চিত করা হয়। পবিত্র রমজান মাসে ৪১ বছর বয়সি আখলাকুর রহমান আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। আকিই প্রথম ব্রিটিশ মুসলিম হিসাবে এভারেস্ট জয়ের অধিকারী।
শামীনুর আরও বলেন, সন্ধ্যায় আকি তাকে জানান এভারেস্ট জয় সম্পন্ন করে নেমে আসছেন তিনি। তিনি নিচে নামার পর নেটওয়ার্কের মধ্যে এলে তার এভারেস্ট চূড়ায় আরোহণের ছবি পাওয়া যাবে। পশ্চিম ইউরোপের সর্বোচ্চ শিখর ‘মন্ট ব্লাঙ্ক’, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত ‘কিলিমাঞ্জারো’ ও নেপালের পর্বত আমা-দাবলামসহ ছোট-বড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ জয় করেন বলে জানান শামীনুর রহমান। এভারেস্টজয়ী আকি নেপাল থেকে লন্ডন যাবেন। তিনি জানান, জন্মসূত্রে বাংলাদেশি হলেও আকি রহমান মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পারি জমান যুক্তরাজ্যে। তার শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহাম শহরে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্রিটিশ বাংলাদেশি আকি রহমানের এভারেস্ট জয়
ব্রিটিশ বাংলাদেশি আখলাকুর রহমান ওরফে আকি রহমান পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। ব্রিটিশ বাংলাদেশি হিসাবে এভারেস্টজয়ী প্রথম ব্যক্তি তিনি। আকি ব্রিটেনের ম্যানচেস্টার এলাকার ওল্ডহামের বাসিন্দা। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত ইছকন্দর আলীর ছেলে আকি রহমান।
আকি রহমানের খালাতো ভাই শামীনুর রহমান জানান, শুক্রবার সকালে আকি রহমান এভারেস্টের চূড়ায় ওঠেন। নেপাল থেকে তাকে এ তথ্য নিশ্চিত করা হয়। পবিত্র রমজান মাসে ৪১ বছর বয়সি আখলাকুর রহমান আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। আকিই প্রথম ব্রিটিশ মুসলিম হিসাবে এভারেস্ট জয়ের অধিকারী।
শামীনুর আরও বলেন, সন্ধ্যায় আকি তাকে জানান এভারেস্ট জয় সম্পন্ন করে নেমে আসছেন তিনি। তিনি নিচে নামার পর নেটওয়ার্কের মধ্যে এলে তার এভারেস্ট চূড়ায় আরোহণের ছবি পাওয়া যাবে। পশ্চিম ইউরোপের সর্বোচ্চ শিখর ‘মন্ট ব্লাঙ্ক’, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত ‘কিলিমাঞ্জারো’ ও নেপালের পর্বত আমা-দাবলামসহ ছোট-বড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ জয় করেন বলে জানান শামীনুর রহমান। এভারেস্টজয়ী আকি নেপাল থেকে লন্ডন যাবেন। তিনি জানান, জন্মসূত্রে বাংলাদেশি হলেও আকি রহমান মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পারি জমান যুক্তরাজ্যে। তার শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহাম শহরে।