বোয়ালমারীতে নারীর মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া মিলগেট এলাকার এক পাটখেত থেকে মাথা বিচ্ছিন্ন অজ্ঞাত এক নারীর (৩০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পাটখেতে কাজ করতে গিয়ে কাঁদায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি। কয়েক দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, পাটখেতে পাওয়া লাশটি অর্ধগলিত ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আর তার পাশে মাথার খুলিও পাওয়া গেছে। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। ফরিদপুর থেকে সিআইডি ও পিবিআই টিম এসেছে, তারাও কাজ করছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বোয়ালমারীতে নারীর মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া মিলগেট এলাকার এক পাটখেত থেকে মাথা বিচ্ছিন্ন অজ্ঞাত এক নারীর (৩০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পাটখেতে কাজ করতে গিয়ে কাঁদায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি। কয়েক দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, পাটখেতে পাওয়া লাশটি অর্ধগলিত ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আর তার পাশে মাথার খুলিও পাওয়া গেছে। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। ফরিদপুর থেকে সিআইডি ও পিবিআই টিম এসেছে, তারাও কাজ করছে।