Logo
Logo
×

খবর

রাজউক চেয়ারম্যান হলেন আনিছুর রহমান মিঞা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মে ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মো. আনিছুর রহমান মিঞা। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের এই কর্মকর্তা নারায়ণগঞ্জে ডিসি থাকাকালে দক্ষতার স্বীকৃতিস্বরূপ জনপ্রশাসন পদক পান। এর আগে রাজউকের সম্পত্তি বিভাগে পরিচালক পদে সততার সঙ্গে কাজ করার দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি কাজ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের মতো গুরুত্বপূর্ণ উইং প্রধান হিসাবেও। তার নিজ জেলা গাজীপুর।

বর্তমান রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে সচিব পদে বদলি করা হয়েছে। তিনি রাজউক চেয়ারম্যান থাকা অবস্থায় কয়েক মাস আগে সচিব পদে পদোন্নতি পান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম