গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
গাইবান্ধা প্রতিনিধি
২০ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে আতোয়ার রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক বৃহস্পতিবার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রায় ১৬ বছর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ারা বেগমের সাথে পার্শ্ববর্তী গ্রামের মৃত রিয়াজুল আকন্দের ছেলে আতোয়ার রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আতোয়ার রহমান স্ত্রী আনোয়ারা বেগমকে নির্যাতন করতো। ২০১৯ সালের ৬ জানুয়ারি রাতে যৌতুক নিয়ে আনোয়ারা বেগমের সাথে আতোয়ারের ঝগড়া হয়। একপর্যায়ে আতোয়ার ক্ষিপ্ত হয়ে স্ত্রী আনোয়ারার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হন। পরে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির উঠানে লাশ ফেলে রাখে। পরদিন ৭ জানুয়ারি আনোয়ারা বেগমের ভাই মাহির উদ্দিন ভগ্নিপতি আতোয়ার রহমানকে আসামি করে হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি শেষে আতোয়ার রহমানের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে আতোয়ার রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক বৃহস্পতিবার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রায় ১৬ বছর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ারা বেগমের সাথে পার্শ্ববর্তী গ্রামের মৃত রিয়াজুল আকন্দের ছেলে আতোয়ার রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আতোয়ার রহমান স্ত্রী আনোয়ারা বেগমকে নির্যাতন করতো। ২০১৯ সালের ৬ জানুয়ারি রাতে যৌতুক নিয়ে আনোয়ারা বেগমের সাথে আতোয়ারের ঝগড়া হয়। একপর্যায়ে আতোয়ার ক্ষিপ্ত হয়ে স্ত্রী আনোয়ারার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হন। পরে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির উঠানে লাশ ফেলে রাখে। পরদিন ৭ জানুয়ারি আনোয়ারা বেগমের ভাই মাহির উদ্দিন ভগ্নিপতি আতোয়ার রহমানকে আসামি করে হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি শেষে আতোয়ার রহমানের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।