ঈদগাঁওয়ে নিজ বন্দুকের গুলিতে বনরক্ষীর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
২০ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিস এলাকায় বুধবার অসাবধানতাবশত নিজ গুলিতে এক বনরক্ষীর মৃত্যু হয়েছে। তার নাম আখতারুজ্জামান (৪০)। তিনি যশোরের কোতোয়ালি থানার ইছালী গ্রামের রফি উদ্দিন বিশ্বাসের ছেলে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার জানান, আখতারুজ্জামান প্রতিদিনের মতো ডিউটি করছিলেন। শুনেছি তার বন্দুকটি কাজ করছিল না। তা ঠিক করার সময় অসাবধানতা বশত গুলি বের হয়ে তার শরীরে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
ঈদগাঁও রেঞ্জের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পুলিশ সুরতহাল প্রতিবেদন করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে আখতারুজ্জামানের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঈদগাঁওয়ে নিজ বন্দুকের গুলিতে বনরক্ষীর মৃত্যু
কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিস এলাকায় বুধবার অসাবধানতাবশত নিজ গুলিতে এক বনরক্ষীর মৃত্যু হয়েছে। তার নাম আখতারুজ্জামান (৪০)। তিনি যশোরের কোতোয়ালি থানার ইছালী গ্রামের রফি উদ্দিন বিশ্বাসের ছেলে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার জানান, আখতারুজ্জামান প্রতিদিনের মতো ডিউটি করছিলেন। শুনেছি তার বন্দুকটি কাজ করছিল না। তা ঠিক করার সময় অসাবধানতা বশত গুলি বের হয়ে তার শরীরে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
ঈদগাঁও রেঞ্জের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পুলিশ সুরতহাল প্রতিবেদন করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে আখতারুজ্জামানের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।