গোদাগাড়ী ও তানোর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা
হেরোইন সেবনের সময় রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে শাওন পুলিশের হাতে গ্রেফতারের পর উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সঙ্গে গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই কমিটি বিলুপ্ত করার কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্তে তানোর উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। তানোর উপজেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটির কার্যকারিতা ছিল না। একই কারণ দেখিয়ে পৃথক বিজ্ঞপ্তিতে গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ। গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের কতিপয় নেতার কার্যক্রম নিয়েও বিতর্ক ছিল।
এদিকে, তানোর ও গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের চলতি মাসের ২৩ থেকে ৩০ তারিখের মধ্যে জীবনবৃত্তান্ত জেলা ছাত্রলীগ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌর এলাকার একটি বাড়িতে হেরোইন সেবনকালে তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন অপর দুই ছাত্রলীগ কর্মীসহ পুলিশের হাতে গ্রেফতার হন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। এর পর পরই জেলা কমিটি তানোর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গোদাগাড়ী ও তানোর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা
হেরোইন সেবনের সময় রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে শাওন পুলিশের হাতে গ্রেফতারের পর উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সঙ্গে গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই কমিটি বিলুপ্ত করার কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্তে তানোর উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। তানোর উপজেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটির কার্যকারিতা ছিল না। একই কারণ দেখিয়ে পৃথক বিজ্ঞপ্তিতে গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ। গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের কতিপয় নেতার কার্যক্রম নিয়েও বিতর্ক ছিল।
এদিকে, তানোর ও গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের চলতি মাসের ২৩ থেকে ৩০ তারিখের মধ্যে জীবনবৃত্তান্ত জেলা ছাত্রলীগ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌর এলাকার একটি বাড়িতে হেরোইন সেবনকালে তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন অপর দুই ছাত্রলীগ কর্মীসহ পুলিশের হাতে গ্রেফতার হন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। এর পর পরই জেলা কমিটি তানোর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে।