কুষ্টিয়ার ঝাউদিয়ায় এবার ভাইয়ের হাতে ভাই খুন
চার খুনের রেশ কাটেনি
কুষ্টিয়া প্রতিনিধি
২২ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈদুলফিতরের আগের দিন কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে চারজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এর রেশ না কাটতেই একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবার চাচাতো ভাইয়ের ফলার আঘাতে খুন হয়েছেন জসিম উদ্দীন (৩৮) নামে এক ব্যক্তি। শনিবার সকালে উপজেলার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জসিম ওই গ্রামের মৃত পাথার উদ্দীনের ছেলে। এর আগে ঈদুলফিতরের আগের দিন আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে চারজন মারা যান। পুলিশ সূত্র জানিয়েছে, জসিমের সঙ্গে চাচাতো ভাই লালনের একটি বাঁশঝাড় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে ওই ঝাড়ের বাঁশ কাটা নিয়ে দুজনের ঝগড়া হয়। এরপর লালনের লোকজন জসিমের ওপর হামলা করে। এ সময় লালনের হাতে থাকা ফলার আঘাতে জসিম গুরুতর জখম হন বলে অভিযোগ ওঠে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনার পর চিকিৎকরা মৃত ঘোষণা করেন। ফলাবিদ্ধ হয়ে জসিমের স্ত্রীসহ কয়েকজন আহত হয়েছেন। জসিমের স্বজনরা জানান, লালন ও তার দুই ছেলে হামলায় অংশ নেয়। এসময় জসিমের স্ত্রীসহ কয়েকজন ঠেকাতে এলে তাদেরও ফলা মারা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চার খুনের রেশ কাটেনি
কুষ্টিয়ার ঝাউদিয়ায় এবার ভাইয়ের হাতে ভাই খুন
ঈদুলফিতরের আগের দিন কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে চারজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এর রেশ না কাটতেই একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবার চাচাতো ভাইয়ের ফলার আঘাতে খুন হয়েছেন জসিম উদ্দীন (৩৮) নামে এক ব্যক্তি। শনিবার সকালে উপজেলার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জসিম ওই গ্রামের মৃত পাথার উদ্দীনের ছেলে। এর আগে ঈদুলফিতরের আগের দিন আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে চারজন মারা যান। পুলিশ সূত্র জানিয়েছে, জসিমের সঙ্গে চাচাতো ভাই লালনের একটি বাঁশঝাড় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে ওই ঝাড়ের বাঁশ কাটা নিয়ে দুজনের ঝগড়া হয়। এরপর লালনের লোকজন জসিমের ওপর হামলা করে। এ সময় লালনের হাতে থাকা ফলার আঘাতে জসিম গুরুতর জখম হন বলে অভিযোগ ওঠে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনার পর চিকিৎকরা মৃত ঘোষণা করেন। ফলাবিদ্ধ হয়ে জসিমের স্ত্রীসহ কয়েকজন আহত হয়েছেন। জসিমের স্বজনরা জানান, লালন ও তার দুই ছেলে হামলায় অংশ নেয়। এসময় জসিমের স্ত্রীসহ কয়েকজন ঠেকাতে এলে তাদেরও ফলা মারা হয়।