ডাচ্-বাংলার এটিএম সেবা ৩০ ঘণ্টা বন্ধ থাকবে

 যুগান্তর প্রতিবেদন 
১৬ আগস্ট ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করার জন্য ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথ, সিআরএম, পিওএস ও ই-কমার্স, ই-ব্যাংকিং লেনদেন সেবা বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টানা ৩০ ঘণ্টা এসব সেবা নিতে পারবেন না গ্রাহকরা। সোমবার ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যাংক সূত্র জানায়, ব্যাংকিং সম্পর্কিত লেনদেন ১৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে ১৯ আগস্ট (শুক্রবার) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

১৯৯৫ সালে যাত্রা শুরু করা ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহক সংখ্যা এখন ৪ কোটি ৩৯ লাখ ৩০ হাজার। সারা দেশে এ ব্যাংকের শাখা রয়েছে ২২০টি। এছাড়া ৪ হাজার ৭৬৬টি এটিএম বুথ সার্ভিস রয়েছে ব্যাংকটিতে। এ সংখ্যা অন্য যে কোনো ব্যাংকের চেয়ে বেশি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন